Monday, May 6, 2024
Homeদিনহাটাদিনহাটায় সিপিআইএম এর ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল

দিনহাটায় সিপিআইএম এর ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল

গোটা দেশের সাথে সাথে কোচবিহার জেলার দিনহাটা শহরে ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস পালিত হল।এদিন দিনহাটা সিপিআইএম এর সদর দপ্তর প্রমোদ দাশগুপ্ত ভবনে এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে দিনটি পালিত হয়।পতাকা উত্তোলন করেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল।এছাড়া ও উপস্থিত ছিলেন সিপিআইএম দিনহাটা এরিয়া সম্পাদক দেবাশীষ দেব,জেলা কমিটির সদস্য শুভ্রালোক দাস সহ অন্যান্যরা।

নিজস্ব চিত্র


১৯২০ সালের ১৭ই অক্টোবর প্রবাসে তাসখন্দে মাত্র ৭ নেতার উদ্যোগে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা হয়।তারপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন কমিউনিস্ট ব্যক্তি ও গোষ্ঠিকে একত্রিত করে গড়ে ওঠে পার্টি সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই কমিউনিস্ট পার্টি পূর্ণ স্বাধীনতার দাবি করেছে ও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত থেকেছে।শ্রমিক ও কৃষকদের আন্দোলন সংগঠিত করতে কমিউনিস্ট পার্টি যত তৎপর হয়েছে বিট্রিশ শাসকরা ততই আক্রমণ নামিয়ে এনেছে,একের পর এক মামলায় গ্রেফতার হয়েছেন পার্টি নেতৃত্ব। ব্রিটিশ শাসনের বেশিরভাগ সময়তেই কমিউনিস্ট পার্টি বে-আইনি ঘোষিত থেকেছে,কিন্তু মাথা নত করেনি ব্রিটিশদের কাছে।সেই গৌরোজ্জ্বল লড়াইয়ের ভূমিকা স্বরণ করেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষের অধিকার রক্ষার সংগ্রাম শক্তিশালী করতে প্রতিষ্ঠা দিবস উদযাপন করবে সিপিআইএম বলে জানা গেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments