Friday, March 29, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়িতে উদ্ধার হল প্রায় ৮ কেজি বিলুপ্ত প্রায় মৃত সি হর্স, গ্রেফতার...

শিলিগুড়িতে উদ্ধার হল প্রায় ৮ কেজি বিলুপ্ত প্রায় মৃত সি হর্স, গ্রেফতার ৩

শিলিগুড়ি:
উদ্দেশ্য ছিল ভারত থেকে নেপালে পাচারের।যদিও বনকর্মীদের তৎপরতায় সম্প্রতি শিলিগুড়ি মহাকুমার নকশালবাড়ি এলাকায় অভিযান চালায় কার্শিয়াং বন বিভাগের ঘোষপুকুর,টুকুরিয়াঝার রেঞ্জ ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। সেই অভিযানে প্রায় পাঁচ কেজি মৃত সিন্ধু ঘটক বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর ফের একবার অভিযান চালিয়ে উদ্ধার হল প্রায় ৮ কেজি বিলুপ্ত প্রায় মৃত সি হর্স।সঙ্গে তিনজকে গ্রেফতার করা হয়েছে। পলাতক এক প্রাথমিকভাবে বনকর্মীরা মনে করছেন পলাতক অভিযুক্ত এই পাচার চক্রের স্থানীয় কিংপিং।তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। জানা গিয়েছে,পূর্বের ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া নতুন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নকশালবাড়ি এলাকার বাসিন্দা মনোজ রায়ের বাড়ি থেকে প্রায় ৮ কেজি মৃত সিন্ধু ঘটক বা সি হর্স বাজেয়াপ্ত করা হয়।যদিও মনোজের খোঁজ মেলেনি।তবে এই ঘটনাতেই পৃথকভাবে অভিযান চালিয়ে দার্জিলিং-এর রঙ্গীত চা বাগান এলাকার বাসিন্দা জীবন থাপা,জোরবাংলোর বাসিন্দা সুজিত তামাং এবং নকশালবাড়ির বাসিন্দা কঙ্কন রাহাকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments