Sunday, April 28, 2024
Homeরাজনীতিতৃণমূলের ২১ জুলাইকে 'জিহাদ দিবস' বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের ২১ জুলাইকে ‘জিহাদ দিবস’ বলে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের ২১ জুলাইকে জিহাদ দিবস বলে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সুদীপ্ত দাস, বারাসাত,১৯শে জুলাই :-মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরে এক কর্মী সভায় এসে শুভেন্দু বলেন “একুশে জুলাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে কর্মসূচি তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন সেটা হবে জিহাদ দিবস। একুশে জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ হবে। আর সেই জন্য পুলিশের মরিয়া প্রয়াস। মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য মমতার পুলিশ সরকারি আইনজীবির মধ্য দিয়ে এই ধরনের শাওয়াল করেছে।”

উল্লেখ্য তৃণমূলের একুশে জুলাই-এর দিনই বিজেপির তরফে উলুবেরিয়া চলো ডাক দেয়। বিজেপির সেই কর্মসূচির যৌক্তিকতা নিয়ে এদিন কলকাতা হাইকোর্ট প্রশ্ন তোলে। আদালতের সেই নির্দেশ প্রসঙ্গেই শুভেন্দুর এই অভিমত।

তিনি আরো বলেন “আদালত যে নির্দেশ দেবে তার দল সেই নির্দেশ মানবে। তবে এটাও মনে রাখতে হবে যেচিরদিন তো আর তৃণমূল ক্ষমতায় থাকবে না। দার্জিলিং থেকে দীঘা, কুচবিহার থেকে কাকদ্বীপ কোন জাতীয় রাজনৈতিক দলের বড় কর্মসূচি থাকলে অন্য তারা রাজ্যের কোথাও সেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারবে না।”

তার মতে “আদালতের এই নির্দেশ নজিরবিহীন হয়ে থাকবে। পিসি ভাইপোর ক্ষেত্রে বুমেরং হয়ে দাঁড়াতে পারে।”
তিনি ফের বলেন “এটা জিহাদ দিবস, শহীদ দিবস নয়। টুকরো টুকরো ছবিই সে কথা বলছে। ডিজে বাজছে আর পাগলু ডান্স হচ্ছে।”
“আমি পশ্চিমবাংলার মানুষকে অনুরোধ করব যে আপনারা সিএএ নিয়ে জেহাদ দেখেছেন, ভোট পরবর্তী হিংসা দেখেছেন, নুপুর শর্মা ইসুতে সহিংসতা দেখেছেন। আর এবার একুশে জুলাই সতর্ক থাকবেন সাবধানে থাকবেন। এটাও বলবো যে আপনারা দিনের বেলায় আপনারা নিশ্চিন্তে গরু বেঁধে রাখতে পারেন, জামা কাপড় বাইরে শুকাতে পারেন কারণ ওই দিন সব চোর গুলো কলকাতা আসছে।”

শুভেন্দু বলেন “তৃণমূলের কোন রাজনৈতিক আদর্শ নেই। এটা একটা কোম্পানি। যশবন্ত সিংকে গাছে তুলেও মনোনয়ান জমা দেওয়ার সময় তারা যায় নি। উপরাষ্ট্রপতি ইস্যুতেও তারা এক কাজ করলো। ওরা না ঘরকা না ঘটকা।”
ডলারের তুলনায় টাকার দামের পতন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন “কোভিড অতিমারির মধ্যেও ভারত অর্থনীতি ও জিডিপির ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বাংলাদেশকে গম দিয়ে সাহায্য করছে, শ্রীলঙ্কাকে সাহায্য করছে। নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্বগুরু হতে যাচ্ছে। “

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments