Thursday, May 2, 2024
Homeতুফানগঞ্জতুফানগঞ্জে শহীদ সম্মাননা যাত্রা করলেন সংখ্যালঘু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা

তুফানগঞ্জে শহীদ সম্মাননা যাত্রা করলেন সংখ্যালঘু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা

তুফানগঞ্জ :শহীদ সম্মান যাত্রা করলেন সংখ্যালঘু কেন্দ্রীয় প্রতি মন্ত্রী জনবারলা। সর্বপ্রথম তুফানগঞ্জ বিধানসভার রসিকবিলে আসেন এবং বিজেপি কর্মীরা সংবর্ধনা দেন। তারপর বোচামারি থেকে বেরিয়ে নয়ারহাট, হরিরহাট, হরিপুরে এসে, রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা র এর মূর্তিতে মাল্যদান করেন এর পর সোজা তুফানগঞ্জ ভারতীয় জনতা পার্টি অফিসে এসে তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের, বলরামপুর চৌপতি এলাকার শহীদ, কালাচাঁদ কর্মকারের শ্রীকে মন্ত্রী জন বারলা, সংবর্ধনা দেন এর পর সোজা কোচবিহার এর উদ্দেশ্যে রওনা দেন।

আনুমানিক ৬০ লক্ষ টাকার কাফ সিরাফ উদ্ধার দিনহাটায়,গ্রেফতার ৪ জন

নিজস্ব সংবাদদাতাঃ
গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ বেআইনি কাফ সিরাপ সহ ৪ জনকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ।শুক্রবার বিকেলে দিনহাটা থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানান কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। তিনি জানিয়েছেন, গোপন সূত্রের খবরের ভিত্তিতে দিনহাটা থানায় পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১২৮০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৬০ লক্ষ টাকা ।পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ও একটি ট্রাক ও একটি ছোট গাড়ি আটক করা হয়েছে। এই বিপুল পরিমাণ কাফ সিরাপ কলকাতা থেকে গুয়াহাটি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তিনি আরো জানিয়েছেন, এই ঘটনার সাথে আরো কোন চক্র জড়িত রয়েছে কিনা স্থানীয়ভাবে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মসজিদ সংলগ্ন এলাকা থেকে পুলিশ এই বিপুল পরিমান বেআইনি কাফ সিরাপ সহ দুটি গাড়ি কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া চারজনের মধ্যে দুজনের বাড়ি মধ্যপ্রদেশ এবং বাকি দুজনের বাড়ি দিনহাটার পেটলা এলাকায়। ধৃত দুজনের মধ্যে অরুণ কুমার ও লক্ষণ সিংয়ের বাড়ি মধ্যপ্রদেশে পাশাপাশি প্রেম জিৎ রায় ও মজিদুল হকের বাড়ি দিনহাটা পেটলা এলাকায়। কোচবিহার জেলা পুলিস সূত্রে জানা গেছে, জেলায় এই প্রথম এত বড় পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করা সম্ভব হল। এদিন সাংবাদিক বৈঠকে সেখানে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ, দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ত্রিদিব সরকার, দিনহাটা থানার আইসি সুরোজ থাপা সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments