Friday, March 29, 2024
Homeময়নাগুড়িসোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট যুবকের, আত্মঘাতী হল নাবালিকা

সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট যুবকের, আত্মঘাতী হল নাবালিকা

ময়নাগুড়ি,২৮জানুয়ারি : নাবালিকার আপত্তিকর ছবি এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় আত্মঘাতী হলেন এক নাবালিকা। শুক্রবার গলায় দড়ি দিয়ে নিজের ঘরেই আত্মঘাতী হন নাবালিকা। জানা গেছে মৃত ওই নাবালিকার নাম কৃষ্ণা রায়(১৩)।সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি পোস্ট করার জন্য নাবালিকার আত্মসম্মানে আঘাত লাগায় আত্মঘাতী হলেন এক নাবালিকা। শুক্রবার দুপুরে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ময়নাগুড়ির জল্পেশ সংলগ্ন পূর্ব শালবাড়ি এলাকায়। এই বিষয়ে ওই যুবক সহ তিনজনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ জমা করেন নাবালিকার পরিবার। অন্যদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিশ। নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, ময়নাগুড়ি ব্লকের মধ্য শালবাড়ি এলাকার ধীরেন্দ্রনাথ রায়ের একমাত্র কন্যা কৃষ্ণা রায় জল্পেশ লক্ষীকান্ত উচ্চতর বিদ্যালয় এর অষ্টম শ্রেণীর ছাত্রী।জানা গেছে, মৃত কৃষ্ণা রায় কে প্রায়ই উত্যক্ত করতো পূর্ব শালবাড়ি এলাকার চিন্ময় সরকার নামে এক যুবক। এমনকি মৃত নাবালিকার সঙ্গে জোর করে ফটো তুলে বলেও অভিযোগ পরিবারের। এমনকি সেই ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে চিন্ময় সরকার নামের ওই যুবক। সেই ছবি দেখে মৃত কৃষ্ণা রায় লজ্জায় ঘৃণায় বাড়ির লোককে কি করে মুখ দেখাবেন এই অভিমানে নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে শুক্রবার। এদিন বাড়ির লোকের অজান্তে নিজের ঘরে ফাঁস লাগায় কৃষ্ণা রায়। এরপর বাড়ির লোক তাকে ডাকাডাকি করেও কোন সাড়া শব্দ না মেলায় পরিবারের লোকেরা ঘরের জানালা ভেঙে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় কৃষ্ণার ঝুলন্ত দেহ। এই অবস্থায় ময়নাগুড়ি থানা পুলিশকে খবর দিলে ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণা রায়কে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায় বলে পুলিশ সূত্রে খবর‌। অন্যদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এলাকাবাসীরা জানান, কৃষ্ণা খুব ভালো স্বভাবের মেয়ে বলে এলাকা মানুষ জানে। এই ঘটনায় এলাকার মানুষ ও পরিবারের লোকেরা অভিযুক্ত চিন্ময় সরকার সহ তিনজনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ করেন। এমনকি তারা দাবি জানান পুলিশ তদন্ত করে অভিযুক্ত চিন্ময় সরকারের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করুক । মৃতা কৃষ্ণা রায়ের জ্যেঠু কুলেশ রায় বলেন, " আমরা এই অপরাধীর কঠোর শাস্তির দাবি জানাই। পুলিশ যাতে দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেন।" ময়নাগুড়ি থানা সূত্রে খবর পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments