Monday, April 29, 2024
Homeদিনহাটাচৌধুরীহাটে মন্ত্রী উদয়ন গুহর ফ্লেক্সের ছবি ছেড়ার ঘটনায় চাঞ্চল্য, অভিযোগ বিজেপির দিকে

চৌধুরীহাটে মন্ত্রী উদয়ন গুহর ফ্লেক্সের ছবি ছেড়ার ঘটনায় চাঞ্চল্য, অভিযোগ বিজেপির দিকে

নিজস্ব প্রতিবেদক:


দিনহাটা ২ নং ব্লকের চৌধুরিহাটে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর একটি ফ্লেক্সে থাকা ছবিতে মাথার অংশ ছিড়ে ফেলা হয়েছে। শনিবার সকালে এমনই দৃশ্য দেখা যায়। এই ঘটনার খবর চাউর হতেই কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ বাড়তে থাকে। ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে তৃণমূলের তরফে।
শনিবার সকালের এই ঘটনার পর চৌধুরীহাটে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে ধিক্কার মিছিল করা হয়।

মন্ত্রী উদয়ন গুহ বলেন,”কিছু কা-পুরুষ আছে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, সামনে এসে বলার সাহস নেই তাই রাতের অন্ধকারে এই কাজ করছে। এরা কাপুরুষ।”

যদিও এই ঘটনা সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

ঘটনা প্রসঙ্গে দিনহাটা ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য জানান, বিজেপির পায়ের তলায় মাটি সরে গেছে তাই রাতের অন্ধকারে মন্ত্রীর পোস্টার ছেড়ে দিচ্ছে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছিল সাহেবগঞ্জে যেখানে মন্ত্রীর পোস্টারের মুখে কাদা লাগিয়ে দেওয়া হয়েছিল। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি এবং তদন্তের জন্য আবেদন করেছি।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments