Monday, April 29, 2024
HomeBreaking newsগ্রেফতার হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

গ্রেফতার হলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি

আসানসোল কম্বলকাণ্ডে গ্রেফতার করা হয়েছে BJP নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। সস্ত্রীক দিল্লি বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। জানা গিয়েছে, শনিবার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়ে থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

উল্লেখ্য, গত বছর ১৪ ডিসেম্বর আসানসোলের রামকৃষ্ণ ডাঙাল এলাকায় শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর তথা জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখান থেকে চলে যাওয়ার পর কম্বল নেওয়ার জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। বহু মানুষ কম্পল নেওয়ার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। কম্বল নিতে গিয়ে পদপিষ্ট হয়ে একাধিক মানুষ হাত হন।

শুধু তাই নয়, এই ঘটনায় আহত হয়ে দুই মহিলা সহ এক কিশোরীর মৃত্যু হয়। ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। ঘটনায় জিতেন্দ্র তিওয়ারির সহ ১৮ জনের বিরুদ্ধে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন মৃত মহিলা ঝালি বাউরির ছেলে সুখেন বাউরি। এবার এই মামলায় ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হল জিতেন্দ্র তিওয়ারি।

উল্লেখ্য, ১৮ জনের মধ্যে ৮ জনকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ। তাদের মধ্যে ৬ জন হাইকোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সম্প্রতি।
এদিকে গত বছর ২২ ডিসেম্বর পর্যন্ত চৈতালী তিওয়ারির আবেদনের উপর ভিত্তি করে তাঁদের অন্তর্বর্তী রক্ষাকবচ দেয় কলকাতা হাইকোর্ট। কিন্তু, গত ২৩ ফেব্রুয়ারি জিতেন্দ্র এবং চৈতালীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments