Thursday, April 18, 2024
HomeBreaking newsNHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ( NHRC) চাঞ্চল্য। রিপোর্টে উল্লেখ করা ‘কুখ্যাত দুষ্কৃতী’ দের (Wanted Criminals) তালিকায় রয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। তালিকায় রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, উদয়ন গুহ, শেখ সুফিয়ান, পার্থ ভৌমিক, শওকত মোল্লা, জীবন সাহা, খোকন দাস। এই তালিকা ইতিমধ্যেই হাইকোর্টে পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। প্রসঙ্গত, রিপোর্টে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও রয়েছেন প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ, বিধায়ক পার্থ ভৌমিক, তৃণমূল নেতা শওকত মোল্লা, জীবন সাহা, খোকন দাস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট

রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা করল জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। রবীন্দ্রনাথের লাইন উদৃত করে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কবিগুরুর মাটিতে এই হিংসা অনভিপ্রেত। এই হিংসা অবিলম্বে বন্ধ হোক। শুধু তাই নয়, রিপোর্টে CBI তদন্তেরও সুপারিশ করেন মানবাধিকার কমিশন। এই রিপোর্ট নিয়ে পালটা সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বাংলাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

NHRC -র চাঞ্চল্যকর রিপোর্ট, তালিকায় নাম উদয়ন-জ্যোতিপ্রিয়-শওকত মোল্লা সহ তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর

More News – শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

শিক্ষা প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিল পশ্চিমবঙ্গ পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন

গোসানিমারিতে অনন্ত রায় ও তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার সাক্ষাৎ নিয়ে জল্পনা

হেলমেট বিহীনদের চকলেট উপহার , সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালিত হল সাহেবগঞ্জে

রাজ্য সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আলিপুরদুয়ার যুব তৃণমূল সভাপতি

ডিভোর্স হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের, দীর্ঘ ১৫ বছর সম্পর্কের ইতি

দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

কমিশনের রিপোর্টে ভোট পরবর্তী হিংসায় CBI তদন্তের সুপারিশ করা হয়েছে। গোটা মামলার বিচারপর্ব রাজ্যের বাইরে করারও আর্জি জানানো হয়েছে। আদালতের পর্যবেক্ষণে সিট গঠন করে তদন্ত শুরু করার কথাও বলা হয়েছে। দ্রুত বিচারে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে বিচার শেষ করতে হবে বলেও উল্লেখ রিপোর্টে। এ বিষয়ে বিশেষ সরকারি আইনজীবী নিয়োগ করার কথাও জানানো হয়েছে। সাক্ষীদের সুরক্ষাও নিশ্চিত করতে হবে এ ক্ষেত্রে। পাশাপাশি হিংসায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থার কথাও উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments