Wednesday, May 1, 2024
Homeকোচবিহারঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের শিব দীঘিতে মোহনের মৃত্যু

ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের শিব দীঘিতে মোহনের মৃত্যু

কোচবিহার::
ফের কোচবিহার এর ঐতিহ্যবাহী বানেশ্বর শিব মন্দিরের শিব দীঘিতে মোহনের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মঙ্গলবার সকালে বানেশ্বর শিব দীঘিতে একটি মোহন এর মৃত দেহ ভেসে ওঠে। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের দল এসে মৃত কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায়। এখানকার কচ্ছপ মোহন বলেই পরিচিত। স্থানীয়দের অভিযোগ এক মাসের মধ্যে প্রায় সাতটি কচ্ছপের মৃত্যু হয়েছে বানেশ্বর শিব দীঘিতে । স্থানীয় প্রশাসন ও দেবত্ব ট্রাস্ট বোর্ডের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। কোচবিহার বানেশ্বর শিব দিঘির ঐতিহ্য এই মোহন । ধীরে ধীরে তাদের মৃত্যুতে প্রায় বিলুপ্তির দিকে যাচ্ছে বানেশ্বর শিব দীঘিতে থাকা এই কচ্ছপগুলি । প্রশাসনের সঠিক নজর দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার মানুষ । অভিযোগ সঠিকভাবে রক্ষাবেক্ষণের পাশাপাশি খাবারও দেওয়া হচ্ছে না তাদের । স্থানীয় মোহন রক্ষা কমিটির পক্ষ থেকে প্রশাসনকে বারবার জানানো হলেও কোন কাজ হচ্ছে না বলে অভিযোগ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments