Tuesday, April 30, 2024
HomeBreaking newsউত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

দিনহাটা: দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাটে যাওয়ার সময় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর কনভয়ে বোমা মারার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মন্ত্রী জানান তিনি কনভয় নিয়ে নাজিরহাট দুই নং গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় দলীয় পঞ্চায়েত সদস্য এবং কর্মীদের সঙ্গে দেখা করতে যান। ফেরার পথে তার কনভয়ের লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের বোমা ছোড়ার ফলে বোমার বিকট আওয়াজে কনভয় থেমে যায় এবং পরে দেখা যায় বোমা ফেটে তার সুতলি পড়ে রয়েছে।

এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানেই দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে স্লোগান শুরু করে। মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে বোমা ছোড়ায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা এবং পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে।

উল্লেখ্য বৃহস্পতিবার গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনায় আজ সারাদিন উত্তপ্ত ছিল দিনহাটা ২ নং ব্লকের নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকা। তৃণমূল এবং বিজেপি উভয়ই একে অপরের বিরুদ্ধে বোমা তীর মারার অভিযোগ পাল্টা অভিযোগ করছিল। আর তারপরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ সোশ্যাল মিডিয়ায় জানান তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলতে নাজিরহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের সালমারা এলাকা যাবেন। আর সেখানেই যাওয়ার পথে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে বোমা মারার ঘটনাকে কেন্দ্র করে আবারো উত্তপ্ত হয়ে উঠল এই এলাকা।

এ বিষয়ে উদয়ন গুহকে প্রশ্ন করলে তিনি বলেন বলেন, যারা বোম মেরেছে তারা নিশ্চয়ই আমার বন্ধু নয়। আমরা পুলিশকে নাম দেব কারা করেছে। আমি গাড়িতে ছিলাম গাড়িতে আঘাত লাগলে হয়তো অল্প লাগতো কিন্তু চিন্তা হচ্ছে কর্মীদের জন্য যারা বাইকে ছিল সেই বাইকে আঘাত লাগলে তারা ছিটকে যেত বড় দুর্ঘটনা ঘটতে পারতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments