নিউজ ডেস্কঃ
করোনা পরিস্থিতির জেরে ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার সিলেবাসে কাঁটছাঁট করল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার পর্ষদের তরফে আগামী বছরের পরীক্ষার জন্য নতুন সিলেবাস জারি করা হল। । যাতে বলা হয়েছে, প্রত্যেকটি বিষয়ের প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের পরীক্ষাতেও প্রায় ৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে দিয়েছিল পর্ষদ।
সংক্রমণ পরিস্থিতিতে এখনও বন্ধ স্কুল। অনলাইনই এখন পড়াশুনার মাধ্যম। গত বছরের মতোই প্রত্যেক বিষয়েই কমেছে সিলেবাস। নির্দেশিকায় পর্ষদ স্পষ্ট করেছে, মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় কোন বিষয় থেকে কত নম্বরের কটি প্রশ্ন থাকবে। একইসঙ্গে সংক্ষিপ্তধর্মী বা মাল্টিপল চয়েস টাইপের প্রশ্নের ভাগ বাড়ছে। সেই অনুযায়ীই শিক্ষিকাদের ক্লাসে পড়ানোর পরামর্শ পর্ষদের।
এদিনে পর্ষদের তরফে নির্দেশিকায় জানানো হয়েছে, পরের বছর সশরীরেই কেন্দ্রে পৌঁছে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। তবে কবে হবে পরীক্ষা নিয়ে কোনও সিদ্ধান্ত বা তারিখ এখনও ঘোষিত হয়নি।
উল্লেখ্য, সোমবারই পুজোর পর স্কুল খোলার ভাবনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । তৃতীয় ঢেউ ভয়াবহ না হলে পুজোর পরই খুলছে স্কুল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা ব্যানার্জি বলেন, ‘পরিস্থিতি ঠিক থাকলে পুজোর পর স্কুল খোলা হবে। স্যানিটাইজ করে সমস্ত স্কুল খুলবে। কিন্তু, যদি তৃতীয় ঢেউ ভয়াবহ আকার ধারণ করে, তখন তো আমাদের হাতে কিছু থাকবে না।’ কেরালা, মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও উদ্বেগজনক বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।
আরও খবর পড়ুন……..
উত্তরবঙ্গ বিভাজন নিয়ে মুখ খুললেন নিশীথ প্রামানিক
বঙ্গভাগ নিয়ে বিজেপির অন্দরের মতানৈক্য সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যদিও তা মানতে চাননি দিলীপ ঘোষ। এবারে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার ব্যাপারে আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বার্লার দাবি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
মঙ্গলবার মালদায় ‘শহিদ সম্মান যাত্রা’ শুরুর আগে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিক। সেই বৈঠকেই উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা প্রসঙ্গে তিনি বলেন, ‘জন বার্লার মন্তব্য ব্যক্তিগত। তবে সাধারণ মানুষের আবেগকে আমি সম্মান করি। আমি জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়েছি। তাই জনগণের আবেগকে সম্মান জানানো আমার কর্তব্য। প্রতিটি জনপ্রতিনিধিরই উচিত, জনগণের আবেগকে সম্মান দেওয়া।’