Monday, February 6, 2023
Homeবিনোদনহৃদরোগে আক্রান্ত দক্ষিণী সিনেমার সুপারস্টার বিক্রম

হৃদরোগে আক্রান্ত দক্ষিণী সিনেমার সুপারস্টার বিক্রম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী সিনেমার সুপারস্টার Chiyaan Vikram। সূত্রের খবর, বৃহস্পতিবার তিনি আচমকাই অসুস্থ বোধ করেন। তাঁকে তড়িঘড়ি কাবেরী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তিনি আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এই মুহূর্তে তিনি কেমন রয়েছেন সেই বিষয়ে এখনও হাসপাতালের তরফে এখনও কিছু জানা যায়নি। এদিন সন্ধ্যা ৬টার সময় তাঁর পরবর্তী ছবি Ponniyin Selvan এর টিজার রিলিজে উপস্থিত থাকার কথা ছিল। তার আগেই অসুস্থ বোধ করেন তিনি। Chiyaan Vikram-এর ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট ছবি। তিনি ‘আই’, ‘অপরিচিত’ এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছেন। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বিভিন্ন অভিনেতার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সামনে এসেছে। গত বছর কন্নড় সুপারস্টার পুনীত রাজকুমারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। এই ঘটনায় শোকস্তব্ধ হয়েছিল গোটা দেশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments