মিল্টন সরকার,দিনহাটা:
দিনহাটা ২ নং সাহেবগঞ্জ এর গর্ভডাঙ্গা এলাকার দুমাস বয়সী শিশু কন্যা অনুষ্কা বর্মনের চোখের অপারেশনের জন্য লক্ষাধিক টাকার প্রয়োজন। জন্ম হওয়ার পর থেকেই শিশুর বা চোখ এর সমস্যা। অত্যন্ত দরিদ্র পরিবার এই মুহূর্তে আর্থিক সাহায্যের আর্জি জানাচ্ছেন। শিশুর বাবা সঞ্জিত বর্মন পেশায় টোটো চালক। বর্তমানে সেই শিশু এবং তার বাবা-মা গুয়াহাটিতে আছেন। আগামী মঙ্গলবার শিশুটির চোখের অপারেশন হবে। শনিবার সেই দরিদ্র পরিবারের সাহায্যার্থে এগিয়ে আসলো যুবলীগ। ছোট্ট শিশু কন্যার ঠাকুরদার হাতে চিকিৎসার জন্য ১ হাজার টাকা তুলে দিলেন যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রউফ।
তিনি বলেন ছোট্ট শিশু কন্যা অনুষ্কা আগামী দিনের ভবিষ্যৎ। তাকে আমাদের সকলের সহযোগিতায় বাঁচিয়ে রাখতে হবে। তাই সকলের কাছে আবেদন আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিন। পাশাপাশি তিনি আরো বলেন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আবারও এই পরিবারের সাহায্যে এগিয়ে আসবো।