Tuesday, December 5, 2023
Homeকলকাতাবেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়ার, উত্তপ্ত বেহালা

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে দ্বিতীয় শ্রেণির স্কুল পড়ুয়ার, উত্তপ্ত বেহালা

অগ্নিগর্ভ বেহালা। শুক্রবার সকালে বেহালা চৌরাস্তার সামনে দুর্ঘটনায় মৃত্যু হয় এক স্কুলছাত্র ও তাঁর বাবার। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পরে বেহালা থানার পুলিসের তত্ত্বাবধানে ওই শিশুর দেহ নিয়ে যাওয়া সম্ভব হয়। এই ঘটনায় এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়ায়। উত্তেজিত জনতা আগুন ধরিয়ে দেয় পুলিসের গাড়ি এবং বাইকে। বেহালার বিরেন রায় রোড প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে এবং সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে বাস।

জানা গিয়েছে শুক্রবার সকালে বাবার সঙ্গে পরীক্ষা দিতে যাচ্ছিল বরিশা হাই স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। ঠিক সেই সময় বেহালা চৌরাস্তায় লরির ধাক্কায় মৃত্যু হয় ওই শিশুর। সকাল সাতটা দশে ঘটনাটি ঘটে। জানা গিয়েছিল পরীক্ষা দিতে স্কুলে আসছিল সে। ঘটনার পরেই স্থানীয় মানুষ রাস্তা অবরোধ করে। এলাকায় উত্তেজনা ছড়ায়।

জানা গিয়েছে স্কুলের সামনের ঘটনাটি ঘটেছে। এরপরেই উত্তেজিত জনতা একটি পুলিসের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments