মিল্টন সরকার:

সমাজে আলোর দিশারী পথপ্রদর্শক এবং প্রকৃত সমাজসেবার নিরিখে এ বছর ২০২২ সালের জন্য বঙ্গ গৌরব সম্মান পেলেন দিনহাটার স্বনামধন্য চিকিৎসক ডাক্তার অজয় মণ্ডল। চিকিৎসার পাশাপাশি বরাবর তিনি সমাজসেবার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত। এর আগেও বহুবার বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন ডাক্তার বাবু। চিকিৎসার পাশাপাশি দুঃস্থ দরিদ্র মানুষদের সহযোগিতা, যে কোন জায়গায় বিপর্যয় কিংবা সমস্যার কথা শুনলেই ছুটে যাওয়া তার কর্তব্যের মধ্যে পড়ে। চিকিৎসার ক্ষেত্রেও দু:স্থ দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে রোগী দেখা এবং ওষুধ দিয়ে থাকেন তিনি। বিগত কয়েক বছর ধরে এই ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ডে বহু পুরস্কার এবং সম্মানও লাভ করেছেন অজয় বাবু।

এবার তার মুকুটে যুক্ত হল আরেকটি পালক। বঙ্গ গৌরব সম্মান ২০২২ মনোনীত হয়ে শিরোপা পেলেন ডাক্তার বাবু। স্বাভাবিক ছন্দেই হাসিখুশি মুখে থাকা অজয় মন্ডলের হাসিটা যেন আরো চওড়া হলো কাজ করার উদ্যমটা আরো বেড়ে গেল।

কলকাতার হিন্দুস্থান ইন্টারন্যাশনাল তারকা খচিত গুণীজনদের সমাবেশে ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ডস এর পক্ষ থেকে বঙ্গ গৌরব সম্মান পুরস্কার পেলেন তিনি। পুরস্কারটি তার হাতে তুলে দেন পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামী সংস্থার কর্ণধার ইন্ডিয়ান ইয়ুথ আইকন ডা: রাজীব পাল।

সম্মানিত হয়ে ডাক্তার অজয় মণ্ডল বলেন, ছোটবেলা থেকে দেখেছি গরিব হলেও বাবা মায়ের দলমত নির্বিশেষে নিরন্তন নিঃস্বার্থ সমাজ সেবা কাজ। সেই কাজ আমাকে অনুপ্রেরণা যোগায়। কঠিন সংগ্রাম করে জীবনে বড় হয়েছি তাই চলার পথে দুঃস্থ মানুষদের নিজের সাধ্যমত সহযোগিতা করি এবং পাশে দাঁড়াই। এই সম্মান পেয়ে আমি গর্বিত। আমার টিম এবং স্ত্রী কে অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। আগামীতে চিকিৎসার পাশাপাশি মানব সেবায় এগিয়ে যেতে এই সম্মাননা আমাকে আরো অনেক অনুপ্রেরণা যোগাবে। আমাকে এই সম্মানে ভূষিত করার জন্য আমি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *