নদিয়া::
উচ্চতা মাত্র তিন ফুট,শরীর জুড়ে প্রতিবন্ধকতা, সব অবহেলা উড়িয়ে নেট পরীক্ষায় ৯৯.৩১% শতাংশ নাম্বার পেয়ে সাফল্য অর্জন করলো, নদিয়া শান্তিপুরের ১২ নম্বর ওয়ার্ডের মামদোপাড়ার বাসিন্দা পিয়াসা মহলদার। বাবা একজন কলকাতা পুলিশের পুলিশ কর্মী। মা গৃহবধূ। একমাত্র ভাই আছে। কলেজ জীবনের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ পিয়াসা মহলদারের সাফল্যের আনন্দে চোখে জল পিয়াসার মায়ের। এমনই ছবি দেখা গেল পিয়াসার বাড়িতে গিয়ে।
নিজের সর্ব ক্ষমতায় তার এই যাত্রা বিস্মিত করেছে সকলকে। কেননা তার আক্ষরিক অর্থে নিজের প্রতিকূলতাকে অতিক্রম করে তিনি পৌঁছেছেন এক অনন্য উচ্চতায়। সেই পথে পৌঁছাতে গিয়ে তাকে ঝরাতে হয়েছে অনেক ঘাম। ন্যাশনাল এলিজিবিডি টেস্টে বা নেট পরীক্ষায় ৯৯.৩১% নদীয়া জেলা শান্তিপুরের বাসিন্দা পিয়াসা মহলদার । মাত্র তিন ফুট উচ্চতায় জন্ম থেকেই প্রতিবন্ধী হওয়ায় ভালো করে চলাচল করতে পারে না বসতেও পারে না। হাত থাকলে হাত দিয়ে কিছু বহন করতে পারেনা। শুয়ে একদিকে পাস ফিরে ছোট্ট দুটো হাত ধরে পেন দিয়ে লিখতে পাড়ে। এদিন সকালে পিয়াসা মহলদারের এই সাফল্যের খবর জানতে পেরে তার বাড়ি যান শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ। তাকে সব রকম সহযোগিতা আশ্বাস দিয়েছেন তিনি। পিয়াসার কথায় রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু লড়াই বাঁধা অতিক্রম করে এই জায়গাই এসেছেন তেমনি সেও বহু লড়াই করে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চান। যাতে তাকে সাহায্য করেন মাননীয়া মুখ্যমন্ত্রী।।