Friday, May 3, 2024
Homeরাজ্যHoli-র উপহার! নাইট কারফিউ শিথিল করল রাজ্য সরকার

Holi-র উপহার! নাইট কারফিউ শিথিল করল রাজ্য সরকার

Holi-র উপহার! করোনা এখনও নির্মূল হয়নি। পরিস্থিতি সামাল দিতে এখনও রাজ্যে নাইট কার্ফু জারি রয়েছে। তবে দোল উৎসব উপলক্ষ্যে হোলির আগের রাতে নাইট কার্ফু শিথিল করল রাজ্য সরকার। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনই নির্দেশিকা জারি হয়েছে।

নবান্ন সূত্রে খবর, দোল উৎসব উপলক্ষ্যে কোভিড বিধিনিষেধ কিছুটা শিথিল করা হচ্ছে। দোলের আগের দিন অর্থাৎ ১৭ মার্চ, বৃহস্পতিবার রাতে নাইট কার্ফু শিথিল করা হচ্ছে। ফলে ১৭ মার্চ রাত ১২টা থেকে পরদিন অর্থাৎ ১৮ মার্চ, শুক্রবার ভোর ৫টা পর্যন্ত রাস্তাঘাটে সাধারণ মানুষ ও গাড়ি চলাচল করতে পারবে। মূলত হোলি কা দহন (চাঁচড়) উপলক্ষ্যেই কোভিড বিধিনিষেধে এই ছাড় দেওয়া হচ্ছে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত, করোনার তৃতীয় ঢেউ সামাল দিতে রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। লোকাল ট্রেন চলাচল বন্ধ করা থেকে শুরু করে জমায়েত এড়াতে সপ্তাহের নির্দিষ্ট দিন নির্দিষ্ট এলাকায় বাজার-দোকান বন্ধ এবং নাইট কার্ফু জারি করে রাজ্য সরকার। বিশেষ প্রয়োজন ছাড়া রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো এবং যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তারপর ধীরে-ধীরে রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কোভিড বিধিনিষেধও শিথিল করা হয়। বাজার-দোকান বন্ধের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার থেকে লোকাল ট্রেন চলাচলও শুরু হয়। নাইট কার্ফুয়ের সময়সীমাও ধীরে ধীরে কমানো হয়। তবে এখনও করোনা সম্পূর্ণ নির্মূল হয়নি। তাই করোনা সতর্কতা মেনে চলার পাশাপাশি নাইট কার্ফু জারি রেখেছে রাজ্য সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments