Saturday, May 4, 2024
HomeBreaking newsব্রেকিং নিউজঃ তৃণমূলের হাতছাড়া হলো ঝালদা পৌরসভা,ক্ষমতায় কংগ্রেস

ব্রেকিং নিউজঃ তৃণমূলের হাতছাড়া হলো ঝালদা পৌরসভা,ক্ষমতায় কংগ্রেস

তৃণমূলের হাতছাড়া হলো ঝালদা পৌরসভা। ১২ আসন বিশিষ্ট ঝালদা পৌরসভা দখল নিল কংগ্রেস । সোমবার আজকের তলবি সভায় আস্থা ভোটের পক্ষে থাকলেন কংগ্রেসের ৫ জন কাউন্সিলার এবং ২ জন নির্দল কাউন্সিলার। এদিনের তলবি সভায় অনুপস্থিত থাকলেন তৃণমূলের ৫ জন কাউন্সিলার। তলবি সভা শেষে ঝালদা পৌরসভা অফিস কক্ষ থেকে বেরিয়ে এলেন কংগ্রেস ও নির্দলের ৭ জন কাউন্সিলার।

উল্লেখ্য গত ১৩ই অক্টোবর ঝালদা পুরসভার পুর প্রধান সুরেশ আগারওয়াল এর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধী কাউন্সিলররা। তারপর থেকেই তলবী সভা ডাকা নিয়ে তৈরি হয় সব বিরোধী শাসক জল্পনা। বিষয়টি গড়ায় কলকাতা উচ্চ আদালত পর্যন্ত। অবশেষে আদালতের রায়ে আজ একুশে নভেম্বর সোমবার ঝালদা পৌরসভায় আস্থা ভোট হল। তলবী সভা শুরু হওয়ার আগে থেকেই ঝালদা শহরজুড়ে জারি করা হয় ১৪৪ ধারা। করা পুলিশ নিরাপত্তার মাধ্যমে তলবি সভা শেষ হয়। তাতে পৌরসভা হাতছাড়া হলো তৃণমূল কংগ্রেসের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments