Monday, May 6, 2024
Homeকোচবিহারদিনহাটা শহরে ধিক্কার মিছিল করলো সিপিআইএম এর ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-কৃষক সংগঠনগুলি

দিনহাটা শহরে ধিক্কার মিছিল করলো সিপিআইএম এর ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-কৃষক সংগঠনগুলি

গত তিন মাস থেকে জাতিগত দাঙ্গায় উত্তপ্ত হয়ে উঠেছে মনিপুর।সেইসাথে গণধর্ষণ করে বিবস্ত্র অবস্থায় মণিপুরের রাস্তায় দুই মহিলার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে ঘটনা শোরগোল পড়ে যায় গোটা দেশে। মণিপুরেরর ঘটনার প্রতিবাদে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে,প্রতিবাদে সামিল বামপন্থী দলগুলো সহ বিভিন্ন গণ সংগঠণগুলি।সেই সাথে পশ্চিমবঙ্গেরে মালদাতে নির্যাতিত আদিবাসী মহিলা ও কোচবিহার জেলার খাপাইডাঙ্গাতে ও নবম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ করা হয়।মনিপুর,মালদা ও কোচবিহারের ঘটনার প্রতিবাদে আজ দিনহাটা শহরে ধিক্কার মিছিল করলো সিপিআইএম এর ছাত্র-যুব-মহিলা-শ্রমিক-কৃষক সংগঠনগুলি।আজ দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে এই ধিক্কার মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে দিনহাটা চৌপথি তে এসে শেষ হয়।আজকের এই ধিক্কার মিছিল থেকে রাজ্য ও দেশের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবির পাশাপাশি নারীদের উপর নির্যাতন কারিদের কঠোর শাস্তির দাবি তোলা হয়। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, সভাপতি উজ্জ্বল গুহ,জেলা কমিটির সদস্য মনিরুল হক, সিটু জেলা সভাপতি প্রবীর পাল,কৃষক সভার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তারাপদ বর্মন, জেলা কমিটির সদস্য এমদাদুল হক, ভারতের ছাত্র ফেডারেশন দিনহাটা আঞ্চলিক কমিটির সহ সভাপতি সৌরভ সরকার, জেলা কমিটির সদস্য টুটুল সরকার,মহিলা সমিতির নেত্রী সুজাতা চক্রবর্তী সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments