টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন বিরাট কোহলি। রোহিত শর্মার অবসর ঘোষণার পর কোহলিও সোমবার সমাজমাধ্যমে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। এর ফলে আসন্ন ইংল্যান্ড সফর হতে যাচ্ছে রোহিত কোহলি বিহীন।
এদিন সামাজিক মাধ্যমে পোস্ট করে নিজেদের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট। তার টেস্ট ক্যারিয়ারে ১২৩টি টেস্টে ৯,২৩০ রান রয়েছে। গড় ৪৬.৮৫। শতরান ৩০টি, অর্ধশতরান ৩১টি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার তিনি।
খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট ভক্ত থেকে কোহলি অনুরাগীদের মন খারাপ।