বুধবার মধ্যরাতে সিঁধ কেটে ঘরে ঢুকে বিধবা মহিলাকে ধর্ষ*ণের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তুফানগঞ্জ-২ ব্লক জুড়ে। ঘটনায় প্রতিবেশী ওই যুবকের বিরুদ্ধে বৃহস্পতিবার বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে বক্সিরহাট থানার পুলিশ।
জানা গিয়েছে, ওই মহিলার স্বামী গত হয়েছেন কয়েক বছর আগেই। মেয়েকে বিয়ে দিয়েছেন এবং সংসারের হাল ধরতে পড়াশোনা ছেড়ে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন গিয়েছে ছেলে। বর্তমানে বাড়িতে একাই থাকেন ওই মহিলা। সেই একাকীত্ব সুযোগে বুধবার মধ্যরাতে ঘরের সিধ কেটে মহিলার ঘরে ঢোকে প্রতিবেশী যুবক। মহিলার শরীরে হাত দিতেই হচকচিয়ে যান ওই মহিলা। এরপর শরীরের গোপনা*ঙ্গে স্পর্শ করার পাশাপাশি জোরপূর্বক ওই মহিলাকে ধর্ষ*ণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। এরপরই ওই মহিলা আত্মরক্ষার্থে চিৎকার চেঁচামেচি করলে সঙ্গে থাকা ভোজালি দেখিয়ে প্রাণ নাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও লোকজন জড়ো হওয়ার আগেই পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত ওই যুবক। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়। বৃহস্পতিবার ওই মহিলা বক্সিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে ওই যুবককে গ্রেফতার করে বক্সিরহাট থানায় পুলিশ।
পুলিশ ধৃতকে আজ স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করলে বিচারক অভিযুক্তকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। তবে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।