Ramlala's statue: স্থাপন করা রামলালার ৫১ ইঞ্চির মূর্তির ছবি প্রকাশ্যে

Uttorer Sangbad : Ramlala’s statue গর্ভগৃহে স্থাপন করা হয় রাম লালার মূর্তি। অপেক্ষার আর দুদিন। ২২ জানুয়ারি অযোধ্যায় নির্মীয়মান রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ১৬ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে বিশেষ আচার-অনুষ্ঠান পর্ব। বুধবারই মন্দির চত্বরে নিয়ে আসা হয় রামলালার মূর্তি। ৫১ ইঞ্চি দীর্ঘ রামলালার মূর্তিটি তৈরি করেছেন মহীসুরের ভাস্কর অরুণ যোগীরাজ। বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন করা হয় মূর্তিটি।

সামনে এল রামমন্দিরের গর্ভগৃহে স্থাপিত রামলালার প্রথম ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা। তবে, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে, ২২ জানুয়ারি সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, কেন্দ্রীয় প্রতিষ্ঠান এবং কেন্দ্রীয় শিল্প প্রতিষ্ঠানগুলিতে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার, রাম মন্দির সংক্রান্ত ৬টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। একটি স্ট্যাম্প বইও প্রকাশ করেছেন। আমেরিকা, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর-সহ বিশ্বের ২০টিরও বেশি দেশে এই ডাকটিকিটগুলি পাওয়া যাবে।

Ramlala’s statue: স্থাপন করা রামলালার ৫১ ইঞ্চির মূর্তির ছবি প্রকাশ্যে

Coochbehar Panchanan Burma University: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ

More News – দিনহাটা স্বাস্থ্য মেলা:: স্বাস্থের জন্য হাঁটুন

‘স্বাস্থ্যের জন্য হাঁটুন’- এই স্লোগানকে সামনে রেখে এক পদযাত্রা অনুষ্ঠিত হল দিনহাটায় (Dinhata Health Fair)। দিনহাটার স্বাস্থ্য মেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার সকালের শহরের সংহতি ময়দান থেকে এই শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, Continue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *