Python snake in Mainaguri: ময়নাগুড়িতে একটি বাড়ির রান্না ঘর থেকে উদ্ধার অজগর সাপ

Uttorer Sangbad : Python snake in Mainaguri সিকিমের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে অনেক ছোট ছোট বন্য প্রাণী ভেসে আসে তিস্তার জলে। ফলে নদী সংলগ্ন এলাকায় এই বন্য প্রাণীদের দেখা মিলেছে। বুধবার ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকার তিস্তা নদী সংলগ্ন বুদ্ধ সরকারের বাড়ি থেকে উদ্ধার হল একটি অজগর সাপ। এদিন দুপুর নাগাদ রান্না ঘরের উপরে সাপটিকে দেখতে পান বাড়ির গৃহিণী। এরপরেই খবর দেওয়া হয় ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনকে। তারা গিয়ে সাপটিকে উদ্ধার করেন।

জানা যায়, উদ্ধার হওয়া এই অজগর সাপটি বার্মিজ প্রজাতির। যার দৈর্ঘ্য প্রায় সাত ফুট। সাপটিকে উদ্ধার করার পর রামশাই মোবাইল স্কয়ার্ড এর হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু কুমার রায়। অন্যদিকে, এদিন ওই এলাকা থেকে রঞ্জিত কবিরাজের বাড়ি থেকে একটি গোখরো সাপ উদ্ধার করা হয় এবং নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়।

Python snake in Mainaguri: ময়নাগুড়িতে একটি বাড়ির রান্না ঘর থেকে উদ্ধার অজগর সাপ

Ram Mandir: পিতৃ পূজা করে রামমন্দির উদ্বোধন করলেন সেনা জওয়ান

More News – ময়নাগুড়িতে সম্পন্ন হল ৮৫ তম জোনাল স্পোর্টস

ময়নাগুড়ি ফুটবল মাঠে মঙ্গলবার সম্পন্ন হল ৮৫ তম জোনাল স্পোর্টস প্রতিযোগিতা। গত সোমবার শুরু হয় এই প্রতিযোগিতা এবং মঙ্গলবার এর সমাপ্তি হয়। জানা যায়, ডিস্ট্রিক কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর ময়নাগুড়ি জোনাল কাউন্সিলের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়। এই খেলায় ময়নাগুড়ি জোনের ৩১টি স্কুলের প্রায় ৫০০ প্রতিযোগী অংশ নেনContinue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *