সাধারণ মানুষের জন্য BSNL দিচ্ছে ধামাকা অফার!
বর্তমানে সাধারণ মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো মোবাইল ফোন এবং সেই মোবাইল ফোনকে চালু করার জন্য প্রয়োজন হয় প্রচুর টাকার। কারণ জুলাই মাস থেকে বেড়ে গিয়েছে রিচার্জের দাম। জিও ভোডাফোন এয়ারটেল রিচার্জ এর দাম বাড়াতেই মাথায় হাত পড়ে গেছে সাধারণ মানুষের। কিভাবে এত টাকা দিয়ে রিচার্জ করবে ভেবে কুল কিনারা পাচ্ছে না। এর মাঝেই অফার ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে বিএসএনএল। নতুন করে গ্রাহকদের জন্য আরেকটি অফার নিয়ে এলো বিএসএনএল।
BSNL দিচ্ছে ধামাকা অফার। যেখানে ইন্টারনেট থেকে শুরু করে ফ্রি কলিং পাওয়া যাবে। একমাত্র ৯৪ টাকা রিচার্জ করে ৩০ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে।বিএসএনএলের ৯৪ টাকার একটি রিচার্জ প্ল্যান রয়েছে। যার ভ্যালিটি ৩০ দিন। এই রিচার্জ প্লানে ৩ জিবি হাই স্পিড ইন্টারনেট পাওয়া যাবে। পাশাপাশি ফ্রি ২০০ মিনিটের লোকাল এবং এসটিডি কলের সুবিধাও পাওয়া যাবে।
বিস্তারিত আসছে