মাথাভাঙ্গা: ক্লাস রুমের ফ্যান ভেঙ্গে পড়লো ক্লাস রুমে বসে থাকা ছাত্রীদের মাথায়। ঘটনায় আহত হলেন তিন ছাত্রী, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় সে চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।ঘটনাটি মাথাভাঙ্গা ১ ব্লকের জোড়পাটকি হাই স্কুলের।জানা গিয়েছে আহত ছাত্রীরা প্রত্যেকেই জোড়পাটকি হাই স্কুলের নবম শ্রেণীর।যখন তারা ক্লাস রুমে বসেছিল হঠাৎ করেই মাথার উপরে থাকা চলন্ত ফ্যান ভেঙ্গে পড়ে, আর তাতেই আহত হয় তিন ছাত্রী।ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাই তাদের মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তবে লিজা পারভীন নামে নবম শ্রেণীর ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
এবিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কানু বর্মন জানান শ্রেণীকক্ষে যখন ছাত্রীরা বসেছিল তখন হঠাৎ করেই ফ্যানের রডটি ভেঙ্গে যায়।ফ্যান পড়ে গিয়ে তিনজন ছাত্রী আহত হয়।তারপর বিদ্যালয় থেকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়।লিজা পারভীন নামে এক ছাত্রী চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে তার বাড়ি চান্দামারি এলাকায়।
ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন অভিভাবকরা।