গোপন সূত্রে খবর পেয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার করলো কোচবিহারের মাথাভাঙ্গা থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে ট্রাকের চালককে। গাঁজা উদ্ধারের ঘটনাটি ঘটে শনিবার রাতে মাথাভাঙ্গা শহর সংলগ্ন কলেজ পাড়া এলাকায়।
জানা গিয়েছে শিলিগুড়ি গামী একটি ট্রাককে মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার কলেজ পাড়া এলাকায় আটক করে মাথাভাঙ্গা থানার পুলিশ।তারপর আটক সেই ট্রাকে তল্লাশি চালালে উদ্ধার হয় গাঁজা। পাশাপাশি গাঁজা পাচারের অভিযোগে সেই ট্রাকের চালককেও গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর ট্রাকটি শিলিগুড়ি হয়ে কলকাতা যাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা শিলিগুড়ি রাজ্য সড়কের কলেজ পাড়া এলাকায় আটক করে ট্রাকটিতে তল্লাশি চালালে ১০ কেজি ৭৬৮ গ্রাম গাঁজা মেলে।তারপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই গাঁজা বাজেয়াপ্ত করার পাশাপাশি ট্রাকের চালক তথা নিশিগঞ্জের ঘোষপাড়া এলাকার বাসিন্দা খোকন গোপকে গ্রেফতার করা হয়। পাশাপাশি তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্তে পুলিশ এমনটাই জানা গিয়েছে।