Monday, April 15, 2024
HomeমালদাMalda: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বসত বাড়ি

Malda: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বসত বাড়ি

মালদা: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল তিনটি বসত বাড়ি। ক্ষয়ক্ষতি কয়েক লক্ষ টাকা। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে চিকিৎসার জন্য রাখা নগদ ৬০ হাজার টাকাও। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে তিনটি পরিবার। বৃহস্পতিবার দুপুরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে মালদার ভূতনী থানার উত্তর চন্ডীপুর অঞ্চলের সাহেবরামটোলা এলাকায়। আগুনের লেলিহান শিখা সর্বস্ব গ্রাস করে নেওয়ায় কান্নায় ভেঙে পড়লেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ঘটনায় সরকারি সাহায্য-সহযোগিতার আবেদন জানালেন গ্রামবাসীরা। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য কাজল মন্ডল জানান, নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি। এসে দেখতে পান ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে থাকা পরিবারের এক অসুস্থ সদস্যের চিকিৎসার জন্য নগদ ৬০ হাজার টাকাও পুড়ে গেছে। স্থানীয় বাসিন্দারা জানান সংশ্লিষ্ট এলাকায় প্রথমে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর মুহূর্তে পরপর দুটি বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের তৎপরতায় কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments