IPL অনেক আগেই জানিয়েছিল সংবাদ প্রতিদিন ডিজিটাল। মঙ্গলবার সেই খবরে সিলমোহর দিয়ে দিল বি সি সি আই। আই পি এলের প্লে-অফের দু’টি ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে। সরকারি ভাবে সূচি ঘোষণা করে দিল বোর্ড। বোর্ডের তরফে ঘোষিত সূচি অনুযায়ী মেগা টুর্নামেন্টের এলিমিনেটর এবং একটি কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে ক্রিকেটের নন্দন কাননে। ম্যাচ গুলি হবে ১০০ শতাংশ দর্শকের উপস্থিতিতেই।
করোনা (Coronavirus) পরিস্থিতিতে জৈব বলয়ের ঝক্কি এড়াতে এবছরের আই পি এলের গোটা গ্রুপ পর্ব মহারাষ্ট্রেই করার সিদ্ধান্ত নিয়েছে বি সি সি আই (BCCI)। মুম্বইয়ের তিন স্টেডিয়াম ব্র্যাবোর্ন, ডিওয়াই পাটিল এবং ওয়াংখেড়ের পাশাপাশি পুণেতেও আই পি এলের কয়েকটি ম্যাচ হচ্ছে। আসলে দেশের বিভিন্ন প্রান্তে খেলা হলে ক্রিকেটারদের প্রচুর যাতায়াত করতে হয়। তাতে জৈব বলয় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই একটা রাজ্যেই গ্রুপ পর্বের সব ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বি সি সি আই। গ্রুপ পর্ব মিটতেই শুরু হবে আই পি এলের কলকাতা পর্ব। বোর্ডের ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ মে প্রথম কোয়ালিফায়ার ইডেনে। তাতে খেলবে পয়েন্ট টেবিলের এক ও দু’নম্বরে থাকা দল দুটি।
IPL আই পি এল প্লে অফ এর সূচি ঘোষণা করল বি সি সি আই। ২৪ এবং ২৫ মে ম্যাচ ইডেনে
রিয়াল মাদ্রিদে ফিরতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? সরগরম ফুটবল দুনিয়া
তার পরদিন অর্থাৎ ২৫ মে ইডেনেই খেলা হবে এলিমিনেটর। যাতে খেলবে পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ দল। কলকাতা পর্ব মিটতেই শুরু আহমেদাবাদ পর্ব। ২৭ মে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জয়ী দল ২৯ মে ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিরুদ্ধে। এই ম্যাচটিও হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই (Narendra Modi Stadiam)। সবক’টি ম্যাচেই ১০০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন।
আইপিএলের প্লে-অফের সূচি:
২৪ মে: কোয়ালিফায়ার -১ ইডেন (প্রথম বনাম দ্বিতীয় দল)
২৫ মে: এলিমিনেটর ইডেন (তৃতীয় বনাম চতুর্থ দল)
২৭ মে: কোয়ালিফায়ার-২ আহমেদাবাদ (প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দল বনাম এলিমিনেটরে জয়ী দল)
২৯ মে: ফাইনাল আহমেদাবাদ (প্রথম কোয়ালিফায়ারে জয়ী বনাম দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী)