Oplus_16777216

Falakata: নিজের জন্মদিন অনাথ আশ্রমে শিশুদের সঙ্গে কাটালেন তৃণমূল নেতা

 

ফালাকাটা:

নিজের ৪৫ তম জন্মদিনটি অনাথ শিশুদের সঙ্গে ভাগ করে নিলেন ফালাকাটার তৃণমূল নেতা শুভব্রত দে। বর্তমানে তিনি ফালাকাটা টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্বে আছেন। শনিবার ছিল তার জন্মদিন, বিভিন্ন বছরগুলিতে নানান ভাবে জন্মদিন করে থাকেন শুভব্রত দে ওরফে গদাই। কোন সময় দু:স্থদের পাশে, কোন সময় হয়তো বৃক্ষরোপণ, কিংবা বৃদ্ধাশ্রমে গিয়ে জন্মদিন পালন করে থাকেন। প্রতি বছর জন্মদিনেই এরকম উদ্যোগ নিতে দেখা যায় তাকে। এমনকি কিছুদিন আগে তার বিবাহ বার্ষিকীতেও এইরকম অভিনব এবং সহযোগিতামূলক পরিকল্পনা থাকে তার।

Oplus_16777216

নিজের ৪৫ তম জন্মদিন উপলক্ষে এদিন তিনি সময় কাটালেন ফালাকাটা শিশু সদন অনাথ আশ্রমে। সেখানে সমস্ত ছাত্রদের সাথে নিজের আনন্দ ভাগাভাগি করে কেক কাটার মাধ্যমে জন্মদিন পালন করেন। পাশাপাশি তাদের হাতে কিছু ক্রীড়া সামগ্রী উঠিয়ে তুলে দেন। এবং শিশু সদন প্রাঙ্গনে বৃক্ষরোপনও করেছিলেন শুভব্রত বাবু। সবশেষে অনাথ আশ্রম এর সমস্ত ছাত্রদের সাথে একসাথে বসে দুপুরের আহার গ্রহণ করেন।

এদিন তৃণমূল নেতার এই অভিনব জন্মদিন পালনে উপস্থিত ছিলেন ফালাকাটা থানার আইসি অভিষেক ব্যানার্জি, ফালাকাটার ভিডিও অনিক রায় জয়েন্ট বিডিও জ্যোতির্ময় সরকার, ফালাকাটা পৌরসভার চেয়ারম্যান প্রদীপ মহুড়ি , মহাশয় ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায়, ফালাকাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস ফালাকাটা টাউন ক্লাবের সম্পাদক মিলন সাহা চৌধুরী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট শিক্ষক অজিত দে সরকার মহাশয় সহ ফালাকাটা শহরের বিভিন্ন গুণীজন ব্যক্তিরা।

জন্মদিনে অভিনব উদ্যোগ নিয়ে শুভব্রত দে বলেন, “জন্মদিনের উপলক্ষে এই উদ্যোগ দিয়েছি, আমি সবসময় ওদের পাশে আছি। আজকের আনন্দটা ওদের সঙ্গে ভাগ করে নিলাম”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *