Thursday, March 28, 2024
HomeদিনহাটাDYFI এর অবস্থান মিছিল, বিক্ষোভ এবং ডেপুটেশন দিনহাটা SDO অফিসে

DYFI এর অবস্থান মিছিল, বিক্ষোভ এবং ডেপুটেশন দিনহাটা SDO অফিসে

গোটা রাজ্যের সাথে সাথে আজ দিনহাটাতেও ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে সকলের শিক্ষা ও সকল বেকারদের হাতে কাজের দাবীতে দিনহাটা মহকুমা শাসকের করনের সামনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি মহকুমা শাসকের কাছে ডেপুটেশনও দেওয়া হয়।এরই সাথে সাথে আগামী ২০শে সেপ্টেম্বর এসএফআই ও ডিওয়াইএফআই এর ডাকে আনিস খানের খুনের বিচারের দাবিতে যে ইনসাফ সভার ডাক দেওয়া হয়েছে কলকাতার ধর্মতলাতে তার সমর্থনে এদিন মিছিল করলো ডিওয়াইএফআই।

এদিন দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল করে দিনহাটা মহকুমা শাসকের করণের সামনে এসে সমবেত হয় যুব কর্মীরা।এরপর সেখানে সকলের শিক্ষা,সকল বেকারদের কাজের দাবিতে ও অনান্য দাবীতে অবস্থান বিক্ষোভ করেন যুবরা।তারপর ডিওয়াইএফআই এর পক্ষ থেকে এক প্রতিনিধি দল গিয়ে মহকুমা শাসকের সাথে দেখা করে তাদের দাবিপত্র তুলে দেন।প্রতিনিধি দলে ছিলেন ডিওয়াইএফআই দিনহাটা লোকাল কমিটির সম্পাদক তথা কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,মানস বর্মন,জেলা কমিটির সদস্য মনিরুল হক,সাহেদ আলী,দিনহাটা লোকাল কমিটির সদস্য টুটুল সরকার।সকলের জন্যে শিক্ষা ও কাজের দাবীর পাশপাশি আরো যে দাবিতে তাদের আজকের এই ডেপুটেশন সেগুলি হল _ দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর হিসেবে গড়ে তোলার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

গীতালদহ দিয়ে বাংলাদেশের সাথে রেল, সড়ক যোগাযোগ সহ ইমিগ্রেশন সেন্টার চালু করা।দিনহাটা ২নং ব্লকে ঘোষিত কলেজে অবিলম্বে পঠন পাঠন চালু করা।দিনহাটা মহকুমা হাসপাতাল সুপার স্পেশ্যাল্টি হাসপাতাল হওয়া সত্যেও ডায়ালাইসিস মেশিন থাকলেও ডায়ালাসিস হয় না, অ্যাপেন্ডিক্স ও হাইড্রোসিলের মত অপারেশনগুলো হাসপাতালে করানো হয় না, চাইল্ড কেয়ার ইউনিট কে সচল করা, বার্ন ইউনিট, CT স্ক্যান, MRI নেই। অবিলম্বে ডায়ালাইসিস, বার্ন ইউনিট, CT স্ক্যান, MRI চালুর উদ্দ্যোগ নিতে হবে। সেই সাথে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর পরিষ্কার – পরিচ্ছন্ন করা, আয়া রাজ ও ব্লাড ব্যাংকে কেন্দ্র করে দালাল চক্র নির্মুল করা, এ্যাম্বুলেন্স ভাড়া নির্দিষ্ট করে দেওয়া, সরকারি এ্যাম্বুলেন্স সচল করা।তুঁত ফার্মকে সচল করে বেকার যুবক – যুবতীদের স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুলে বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্র গড়ে তোলা।পুটিঁমারীতে অধিগৃহীত জমিতে অবিলম্বে স্টেডিয়াম গড়ে তুলে হবে। দিনহাটাতে একটি ইন্ডোর স্টেডিয়াম ও সুইমিং পুল তৈরি করা।পরিত্যক্ত চুরুট ফ্যাক্টরিতে সরকারি হস্তক্ষেপে পুনরায় নতুন শিল্প চালুর প্রক্রিয়া চালানো।বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা দখলমুক্ত করে ছোট এবং মাঝারি শিল্প স্থাপন করার উদ্দ্যোগ নেওয়া।কৃষিমেলা সংলগ্ন পাটজাত দ্রব্যের বহুমুখী উৎপাদন কেন্দ্র ও বহুমুখী হিমঘর অবিলম্বে চালু করা।দিনহাটা শহরে যানজট ও নিকাশি সমস্যা সমাধান মাস্টার প্ল্যান তৈরি করা। সেই সঙ্গে সাহেবগঞ্জ রোড রেল ক্রসিং ওভার ব্রিজ বা আন্ডার পাসে জন্য প্রশাসনিক উদ্দ্যোগ গ্রহন করা ও সরকারি বাসস্ট্যান্ড চালু করা।দিনহাটা ২ নং ব্লকে অগ্নিনির্বাপণ কেন্দ্র গড়ে তোলা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments