দিনহাটা: হোলির দিনে দিনহাটার পেটলা জামাদরবস এলাকায় মদের আসরের বচসা থেকে চলল গুলি,মৃত এক। মৃত ব্যক্তির নাম তপন বর্মন। শনিবার সন্ধ্যা ৬:৩৭ মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য্য এই তথ্য জানান। তিনি জানান দিনহাটা পেটলা এলাকার বাসিন্দা তপন সহ ৫জন ব্যাক্তি হোলি উপলক্ষে বসে একসাথে মদ্যপান করছিল। সেখানেই তাদের মধ্যে বচসা বাঁধে। তারপরেই তপনকে লক্ষ্য করে বেআইনি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালায় বন্ধন দাস। বন্ধনের ছোড়া গুলিতে গুরুতর জখম অবস্থায় তপন বর্মনকে দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তার অবস্থার অবনতি দেখে তাকে কোচবিহার MJN মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।