দিনহাটায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে পড়ানো নাম করে জোর করে তার সাথে অশালীন আচরণ করে গৃহ শিক্ষক। এমনই অভিযোগ ওঠে। ওই ঘটনার পরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর ছাত্রীর মা দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তারপর দু সপ্তাহ হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করেনি। এ ব্যাপারে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে ছাত্রীর মা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তথা গৃহ শিক্ষক পলাতক।

এদিন দিনহাটায় প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকে ওই ছাত্রীর মা জানান যে তার একমাত্র মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ে। টিউশন নেওয়ার জন্য সে তার শিক্ষকের বাড়ি যায়। তখন তার শিক্ষক অসৎ উদ্দেশ্যে শরীরে নানান অংশে হাত দেয়। তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এরপর মেয়ে চিৎকার করে বাড়ির মালিকের কাছে ছুটে এলে তার সহযোগিতায় মেয়ে রক্ষা পায়। তারপর বাড়িতে এসে সবকিছু জানায় এবং থানাতে অভিযোগ দায়ের করা হয়। এখনো পর্যন্ত যেহেতু ছাত্রীর শিক্ষককে গ্রেফতার করা হয়নি। সেই কারণে পুলিশের দিকে প্রশ্ন তোলে ছাত্রীর মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *