Uttorer Sangbad : কোচবিহার: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষণা (Coochbehar Panchanan Burma University) সংক্রান্ত কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি সে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। কেন্দ্রের অর্থপুষ্ট একটি প্রকল্পের জন্য এই নিয়োগ। এর জন্য আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে গবেষণা প্রকল্পের কাজ হবে। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ (ডিএসটি)-এর অধীনস্থ সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)। প্রকল্পটির নাম— ‘থিওরিটিক্যাল ইনভেস্টিগেশন অন ট্রান্সপোর্ট অফ মাইক্রোবস ইন নন-নিউটোনিয়ান ফ্লুয়িড ফ্লোজ়’।
Coochbehar Panchanan Burma University: কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে গবেষক নিয়োগ
Nishith Pramanik: দুই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন নিশীথ প্রামাণিক
প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পে প্রথমে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে। পরে নিযুক্ত ব্যক্তির কাজের উপর নির্ভর করে এই মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। প্রকল্পে অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। প্রথম দু’বছরে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে মোট ৩১,০০০ টাকা ফেলোশিপ দেওয়া হবে। যা পরবর্তী কালে বেড়ে হবে ৩৫,০০০ টাকা প্রতি মাসে। এ ছাড়াও মিলবে বাড়িভাড়া বাবদ ভাতা।
More News – আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা-সাংসদ দেব
আসানসোলের মহিশীলা কলোনিতে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন অভিনেতা-সাংসদ দেব (Actor-MP Dev) ওরফে দীপক অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে যান তিনি। শিল্পী ছাড়াও তাঁর সঙ্গে ছিলেন আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। Continue Reading