Cooch Behar Police কোচবিহার জেলা পুলিশের জোড়া সাফল্য। বিপুল পরিমাণ গাঁজা ও আফিম সহ গ্রেফতার ২

কোচবিহার – পৃথক দুটি ঘটনায় কোচবিহার জেলা পুলিশের জোড়া সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহার কোতোয়ালি থানা তল্লিগুড়ি ফরেস্ট চেক পোষ্টে অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। সেই ট্রাকের নিচে একটি অস্থায়ী কামরা থেকে ৫৬ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। যার মোট ওজন ২৯১ কেজি ৭০০ গ্রাম। ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ওই ব্যক্তির নাম সরকার আলী। তার বাড়ি মুরাদাবাদ উত্তর প্রদেশ। এই বিপুল পরিমাণ গাঁজা কোথায় পাচার করা হচ্ছিলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ আফিম সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রমজান আলী। বাড়ি মাথাভাঙ্গা থানা এলাকার পাখিহাগা এলাকায়। তার বাড়ি থেকেই উদ্ধার হয় আফিম। যার মোট পরিমাণ ১ কেজি ৬৮০ গ্রাম। যার আনুমানিক মূল্য ২ লক্ষ টাকার বেশি। এই দুই ক্ষেত্রেই অভিযুক্তকে আদালতে পাঠানো হলে আদালত তাদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

কোচবিহার জেলা পুলিশের জোড়া সাফল্য। বিপুল পরিমাণ গাঁজা ও আফিম সহ গ্রেফতার ২

Nabanna বারংবার রোগী স্থানান্তর করার জেরে এবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালকে নোটিশ দিল নবান্ন

কোচবিহারে প্রবল ঝড়ের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি সরকারি সাহায্য, অভিযোগ বাসিন্দাদের

টাকার অপচয়! বাংলার লোকেরা কি পেল? বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে কটাক্ষ দিলীপের

Magic Book of records ! বেস্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর অজয় মণ্ডল

More News – উন্নয়নের পথে বাংলা! মমতার প্রশংসায় রাজ্যপাল

বাংলায় দু’দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শুরু হল বুধবার। নিউটাউনের কনভেনশনে সেন্টারে তার উদ্বোধন হল রাজ্যপাল জগদীপ ধনখড়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র-সহ দেশ ও বিদেশের আড়াইশোরও বেশি অতিথি-অভ্যাগতদের উপস্থিতিতে। বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল তাঁর ভাষণে বাংলায় উন্নয়নের দুয়ার খুলে দেওয়ার বার্তা দেন। এদিন রাজ্যপাল জগদীপ ধনখড় তাঁর ভাষণে বলেন, বাংলা আজ যা ভাবে, কাল তা ভাবে ভারত। গোপালকৃষ্ণ গোখলের সেই বাণী ধ্বনিত হল রাজ্যপাল জগদীপ ধনখড়ের মুখে। তিনি বলেন, গোপালকৃষ্ণ গোখলে যে কথা বলে গিয়েছিলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাই বলেন। সেই পথ ধরেই বাংলা এগিয়ে চলেছে। Continue Reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *