Bihar Election Result: বিহারে ম্যাজিক ফিগার ছুঁয়ে বিশাল ব্যবধানে এগিয়ে NDA

বিহারে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেললো NDA , শুরুতেই চওড়া হাসি মোদি-নীতিশের

বিহার বিধানসভা নির্বাচনে ভোটের ফলাফল প্রকাশ হবে আজ, সকাল থেকেই টান টান উত্তেজনা। ট্রেন্ডে এগিয়ে NDA  ইতিমধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়েছে তারা।

১২২টি আসনে জিতলেই বিহারের জয়ী হওয়া যাবে। এর মধ্যে ১৪৯টি আসনে ইতিমধ্যেই এগিয়ে রয়েছে NDA। মহাগঠবন্ধন এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ৭৩টি আসনে। প্রশান্ত কিশোরের জন সুরজ পার্টি এগিয়ে ৩টি আসনে। অন্যরা একটি আসনে এগিয়ে।

 

বিস্তারিত আসছে চোখ রাখুন…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles