আলিপুরদুয়ার: ৩০ ফুট উচ্চতার কালী প্রতিমা দেখতে ঢল আলিপুরদুয়ারের ৭ নং ওয়ার্ডে বিদ্যুৎ সংঘে। জানা গেছে ২০ বছর ধরে চৈত্র মাসের শেষ শনিবার এই কালী পূজো হয়ে আসছে বিদ্যুৎ সংঘে। এদিন এই কালী পূজো ঘটা করে উদ্বোধন করে ক্লাব কর্তৃপক্ষ। পূজোর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর এবং মহকুমাশাসক দেবব্রত রায়, ডি.পি.এস.সি চেয়ারম্যান পরিতোষ বর্মন সহ একঝাঁক জেলা তৃণমূল নেতৃত্ব।
পাশাপাশি এই ক্লাবের কর্মকর্তা খোদ এই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ প্রতিম ঘোষ।এদিন পূজো দেখতে প্রচুর মানুষ ভীড় করে।পাশাপাশি পাশেই এই পূজোকে কেন্দ্র করে করা হয়েছে একটি ছোটো মেলা। যেখানে শিশুদের মনোরঞ্জনের নানান খেলার জিনিস এসেছে। জানা গেছে এই মেলা পয়লা বৈশাখ দিন পর্যন্ত চলবে। পূজা ও মেলার প্রথম দিনেই ভিড় উপচে পড়েছে।