নদীতে ভেসে আসলো সদ্য নবজাতক, আলিপুরদুয়ার উত্তর জিতপুরের ঘটনায় ব্যাপক শোরগোল ছড়িয়েছে
জানা যায় রবিবার বিকেল চারটা নাগাদ গ্রামে এক ভদ্রমহিলা নদীতে স্নান করতে গিয়ে দেখেন নদীতে ভেসে আছে একটি নবজাতক শিশুর দেহ, ঘটনা এরপর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশন এলাকার উত্তর জিৎপুর দরিয়া নদীতে। নবজাতক শিশুর দেহ দেখতে পেয়েই ওই ভদ্র মহিলা চিৎকার শুরু করলে গ্রামবাসীরা জড়ো হয়। পরে স্থানীয় পুলিশ ফাঁড়ি তথা আলিপুরদুয়ার জংশন পুলিশ ফাঁড়িতে খবর পাঠান এলাকাবাসী। নদীতে ভাসা ওই নবজাতক শিশুকে দেখতে উপচে পড়ে এলাকাবাসীর ভীর। পরে পুলিশ এসে ভিড় নিয়ন্ত্রণ করে। তবে কোথা থেকে আসছে এই নবজাতক শিশু, তা এখনো জানা যায়নি কেউই বলতে পারছে না।
পরে পুলিশ এসে ওই নবজাতক শিশু টিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আলিপুরদুয়ার জংশন পুলিশ ফারির ওসি সঞ্জীব বর্মন জানান ঘটনাস্থলে গিয়ে ওই মৃত নবজাতক শিশুকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে আগামীকাল ওই শিশুর ময়নাতদন্ত করা হবে। পাশাপাশি পুলিশ তদন্ত করছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার জংশন এলাকায়