এই প্রথম আলিপুরদুয়ার জেলা শহরে তৈরি হচ্ছে বইয়ের শপিংমল, চাহিদা মিটবে পড়ুয়াদের

আলিপুরদুয়ার জেলা শহরের শিক্ষক ড: পার্থ সাহার ব্যক্তিগত উদ্যোগে কয়েক লক্ষ টাকা ব্যয়ে এই শপিংমল তৈরি হচ্ছে আলিপুরদুয়ার জেলা শহরের কোর্ট সংলগ্ন ফ্লাইওভার এলাকায়। ৩ তল বিশিষ্ট এই শপিংমলে থাকছে নানান রকম বইয়ের সম্ভার। কচিকাঁচা থেকে শুরু করে যুবক-যুবতীদের প্রয়োজনীয় নানা পাঠ্যপুস্তক ও নানান রকম গল্পের বই মিলবে ওই বই মহলে। একাধিক পাবলিশার্সের বই পাওয়া যাবে অনায়াসে আলিপুরদুয়ার জেলা শহরের ওই বই পাড়ায়। ছাত্র জীবনে নিজের প্রয়োজনীয় পাঠ্যপুস্তক কিনতে বেশ কয়েকবার কলকাতায় ছুটতে হয়েছিল আলিপুরদুয়ার জেলা শহরের বাসিন্দা পার্থ সাহাকে। সেই তিক্ত অভিজ্ঞ কথা কে মাথায় রেখে সাবলম্বী হতেই বইমেলার উদ্যোগ গ্রহণ করে পার্থ সাহা। বর্তমানে পার্থসহ আলিপুরদুয়ার জংশন এলাকার একটি বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি করেন। নিজের জমানো পুঁজি এবং পাবলিশার্সদের সহযোগিতায় এই তিনতল বিশিষ্ট বই পাড়ার তৈরীর কাজ শুরু করেছেন পার্থ সাহা। মূলত শিশু-কিশোরদের বইয়ের প্রতি আকর্ষণ বাড়াতে এবং অন্যান্য প্রযুক্তির দুনিয়া থেকে মুখ ফিরিয়ে বইয়ের জগতে উত্তরণের উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন পার্থ সাহা।

জানা গেছে ওই বইমহলে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্যও বিনামূল্যে থাকছে বই লাইব্রেরী। সেখানে এলাকার দুস্থ ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পাঠ্য পুস্তক সহ নানান রকম বই পড়ার সুযোগ পাবেন একেবারেই বিনামূল্যে। এই বইমহলে কেবল বই সংস্কৃতির সঞ্চার ছাড়াও শিশুদের মনের পরিধি বিস্তার ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তা পার্থ সাহার। পাশাপাশি প্রতিবছর তিনজন দুস্থ ছাত্র-ছাত্রীদের ইউজি ও পি জি পাথরত ছাত্র-ছাত্রীদের বইয়ের দায়িত্ব নিতে চলেছে বইমহল। সবমিলিয়ে রাজ্যে প্রথম এই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে আলিপুরদুয়ারের বই মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles