কৌশিক অমাবস্যায় এই কাজ করুন মায়ের আশীর্বাদ পাবেন !
পুরাণমতে, এই দেবী কৌশিকীই শুম্ভ-নিশুম্ভকে বধ করেছিলেন। সেই থেকেই পালিত হয়ে আসছে কৌশিকী অমাবস্যা।ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা, সেটাই কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এ বছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ টা ০৭ মিনিটে। থাকবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল সাড়ে ৬ টা পর্যন্ত।তারাপীঠে ধুমধাম করে কৌশিকী অমাবস্যা পালন করা হয়।
সাধারণ মানুষ এই তিথি পালন করেন তাঁদের জীবনের বাধা-বিপত্তি দূর করতে, জীবন থেকে অশুভ শক্তিকে সরিয়ে দিতে।এদিন উপোস করতে পারলে ভালো। না পারলে নিরামিষ খাওয়া ভালো। এদিন মা তারার পায়ে রক্তজবা নিবেদন করে ভক্তিভরে প্রার্থণা করলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস। কৌশিকী অমাবস্যার দিন সন্ধের পরে বাড়ির সদর দরজার সামনে দু’টি তিলের তেলের প্রদীপ জ্বালানো ভালো। এতে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির প্রকাশ ঘটে।কোথাও যেন কোনও এঁটো বাসনপত্র পড়ে না থাকে। আর পুরনো, ছেঁড়া অব্যবহৃত জামাকাপড় চোখের সামনে থেকে সরিয়ে ফেলাই ভালো।