Saturday, April 20, 2024
Homeকোচবিহার৮ দফা দাবিতে কোচবিহারে পরিবহন ভবন অভিযান নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের

৮ দফা দাবিতে কোচবিহারে পরিবহন ভবন অভিযান নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের

আট দফা দাবির ভিত্তিতে কোচবিহারে পরিবহন ভবন অভিযান নর্থবেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট এমপ্লয়িজ ইউনিয়নের। আজ কোচবিহার বাস টার্মিনাস থেকে সংগঠনের এক বিশাল মিছিল কোচবিহার শহর পরিক্রমা করে সাগরদিঘী চত্বরে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এর অফিসে এসে পৌঁছায়।এরপর সেখানে অবস্থান বিক্ষোভ চলে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থাকে বেসরকারীকরন না করা,মৃত কর্মীর পোষ্য সহ সকল কন্ট্রাক্টচুয়াল কর্মীদের স্থায়ীকরন করা,এজেন্সি কর্তৃক নিয়োজিত শ্রমিকদের CL ও EL ছুটি প্রদান,নতুন কর্মী নিয়োগ ও প্রমোশন যোগ্য পদগুলোতে প্রমোশন দেওয়া,লেবার ও সিকিউরিটিদের কর্মদিবস বৃদ্ধি করে বেতন বৃদ্ধি সহ মোট আটদফা দাবিতে আজকের এই পরিবহন অভিযান।

সংগঠনের পক্ষে এক প্রতিনিধি দল গিয়ে সংস্থার ম্যানেজিং ডিরেক্টর এর কাছে গিয়ে তাদের দাবিপত্র তুলে দেন।আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম কুন্ডু,সভাপতি জগৎজ্যোতি দত্ত,কেন্দ্রীয় কমিটির সদস্য রণজিৎ ধর সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments