Friday, April 19, 2024
Homeখেলাধুলা৫৩ বছর পর ইউরো কাপ জিতল ইতালি, মন ভাঙ্গল ইংল্যান্ডের

৫৩ বছর পর ইউরো কাপ জিতল ইতালি, মন ভাঙ্গল ইংল্যান্ডের

ইংল্যান্ডের সমর্থকেরা স্বপ্ন দেখেছিলেন, ৫৫ বছর পর ফের আর্ন্তজাতিক ট্রফি আসবে লন্ডনে। তাঁদের গলায় ছিল গান, ‘ইটস কামিং হোম’। রবিবার রাতে স্বপ্নভঙ্গ হল তাঁদের। তিন বছর আগে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারা ইটালি ট্রফি নিয়ে গেল রোমে৷ পাশা পাশি ৫৩ বছর পর তৃতীয় বারের মতো ইউরো কাপ ঘরে নিল তারা। কোচ মানচিনির হাত ধরে আর্ন্তজাতিক ফুটবলের গৌরবের সড়কে কামব্যাক করল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন, নীল জার্সির মহাশক্তি আজ্জুরিরা। দুরন্ত লড়াইয়ের পর সত্যি হল সেই প্রবাদ, ‘অল রোড লিডস টু রোম’। আর সেই সঙ্গে নায়ক হয়ে উঠলেন গোল কিপার জিয়ানলুইগি ডোনারুমা। তাঁর জোড়া সেভে ইটালি জিতল ৩-২ ব্যবধানে। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ছিল ১-১।

৫৩ বছর পর ইউরো কাপ জিতল ইতালি, মন ভাঙ্গল ইংল্যান্ডের

More News –দেশের জার্সি গায়ে ট্রফি জয়ের স্বাদ মেসির, কোপা আমেরিকা ২০২১ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

পৃথিবী দেখল, কিংবদন্তি বুঁফোর যোগ্য উত্তরসূরী পেয়ে গিয়েছে ইটালি। দু’মিনিটের মাথায় লিউক শ এগিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডকে৷ তারপর আর চিড় ধরেনি ইটালির রক্ষণে। বরং মাঠ জুড়ে ছন্দোময় আক্রমণের ঝড় তোলে ইটালি। ৬৭ মিনিটে সমতা ফেরান লিওনার্দো বোনুচ্চি। এরপর আর গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোল না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টিতে ইংল্যান্ডের মার্কাস র‌্যাশফোর্ড, জ্যাডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকা মিস করেন। ইটালির হয়ে মিস করেন আন্দ্রেয়া বেলোত্তি এবং জর্জিনহো। কিন্তু গোলকিপার জিয়ানলুইগি ডোনারুমার জোড়া সেভে কাপ রোমের রাস্তাই ধরল

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments