Thursday, March 28, 2024
Homeদিল্লি২০২২ বুঝিয়ে দিলো ২৪ এ বিজেপি ক্ষমতায়, বললেন মোদি

২০২২ বুঝিয়ে দিলো ২৪ এ বিজেপি ক্ষমতায়, বললেন মোদি

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত। চার রাজ্যে অভূতপূর্ব জয় পেয়েছে পদ্ম শিবির। বৃহস্পতিবার BJP কর্মী-সমর্থকদের উজ্জীবিত করতে দিল্লির সদর কার্যালয়ে পৌঁছেছিলেন PM Narendra Modi। এদিন তিনি বলেন, “২০২২-এর বিধানসভার ভোটের ফলাফল ঠিক করে দিল ২০২৪-এ কী হবে।

এদিন ভাষণের শুরু থেকেই বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন PM Modi। তাঁর কথায়, “একদল মানুষ রয়েছেন, যাঁরা আমাদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছিলেন। বিরোধীদের জন্য আমার পরামর্শ, পুরনো কৌশল বদলান। একটু নতুন করে ভাবনাচিন্তা করুন। জাতিবাদের নামে এতদিন ধরে বিরোধীরা উত্তরপ্রদেশের মানুষকে অপমান করেছেন। জাতপাতের কথা তুলে উত্তরপ্রদেশকে অপমান করা হয়েছে। এবার উত্তরপ্রদেশের মানুষ অপমানের জবাব দিলেন।”

এদিন পরিবারবাদী রাজনীতির বিপক্ষে আওয়াজ তুলে মোদী বলেন, “আমি কোনও পরিবারের বিরুদ্ধে নই। ব্যক্তিগত কোনও সমস্যা নেই আমার। আমি শুধু লোকতন্ত্রে বিশ্বাসী। তাই পরিবারবাদী রাজনীতি দূর করতে চাই। রাজ্যকে পিছিয়ে দিচ্ছে পরিবারবাদী রাজনীতি। আমি নিশ্চিত পরিবারবাদের রাজনীতির সূর্যাস্ত ঘটাবে সাধারণ মানুষ। দুর্ণীতি যাঁরা করে, তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। ঠিক কিনা? জনতা চায় আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করি। তদন্ত করলেই কিছুজন বিরোধিতা করে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments