Thursday, April 25, 2024
Homeকোচবিহার১০ই ফেব্রুয়ারি থেকে মাথাভাঙ্গায় শুরু হচ্ছে ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা

১০ই ফেব্রুয়ারি থেকে মাথাভাঙ্গায় শুরু হচ্ছে ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা

কোচবিহার :আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে কোচবিহার জেলার মাথাভাঙ্গায় শুরু হতে চলেছে ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এবং আসাম থেকেও শিল্পীরা অংশগ্রহণ করবেন।

শনিবার কোচবিহার সার্কিট হাউজে রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা নিয়ে আলোচনা সভা শেষ করবার পর রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতার চেয়ারম্যান তথা কোচবিহার পৌরসভার পৌরপিতা রবীন্দ্রনাথ ঘোষ জানান যে, “মাননীয় মুখ্যমন্ত্রী এ বছরও রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা কোচবিহার জেলায় করবার অনুমতি দিয়েছেন। সেই জন্য গোটা কোচবিহার বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কাছে কৃতজ্ঞ। আগামী ৩০শে জানুয়ারির মধ্যে 32 টি ব্লক এ ব্লক স্তরের প্রতিযোগিতা শেষ করা হবে। সেই রিপোর্ট আগামী 4 ঠা ফেব্রুয়ারির মধ্যে ডিএম সাহেবের কাছে পাঠানো হবে এবং ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত চার দিনব্যাপী রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে মাথাভাঙ্গায়। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও বিশিষ্ট অতিথিরা এই প্রতিযোগিতায় আমন্ত্রিত থাকবেন বলে জানিয়েছেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments