Saturday, April 20, 2024
Homeকলকাতাহাওড়া স্টেশনে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠ

হাওড়া স্টেশনে বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠ

তাঁরা ভাবেনওনি এভাবে সর্বস্বান্ত হতে হবে। তাঁরা ভাবতেও পারেননি, মঙ্গলবার সন্ধেয় এমনটা ঘটে যেতে পারে হাওড়া স্টেশনের মতো জমজমাট এলাকায়। সাহায্যের নামে এভাবে যে ঠকাতে পারে মানুষ, তা ভাবনারও অতীত ওই দম্পতির কাছে। 

কীভাবে ঘটনাটি ঘটে: 
মঙ্গলবার রাতের ঘটনা। রাত তখন ৯টা । হাওড়া স্টেশনে ট্রেন থেকে নামেন এক বৃদ্ধ দম্পতি। জনবহুল স্টেশন। চারিদিকে সিসিটিভির নজরদারি। সুরক্ষার বেড়াজাল। এরই মধ্যে এত বড় ঘটনা ঘটে যেতে পারে ভাবেননি তাঁরা। ভারী মালপত্র নিয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। সাহায্যের নামে  বয়স্ক দম্পতির সর্বস্ব লুঠ করে নেয় তারা।

কীভাবে চোখে ধুলো দিল যুবকরা : 
রেল সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ হলদিয়া লোকালে হাওড়ায় নামেন বেলঘরিয়ার বাসিন্দা ওই দম্পতি। অভিযোগ, বয়স্ক দম্পতিকে সাহায্যের নামে ৩-৪ জন যুবক প্ল্যাটফর্মের এগিয়ে আসে। তাঁরা প্রস্তাব দেয় ব্যাগ বইতে সাহায্য করবে বলে। তারপর দ্রুত গতিতে ব্যগ নিয়ে তারা এগোতে থাকে। তারপর বয়স্ক দম্পতির চোখে ধুলো দিয়ে বেপাত্তা হয়ে যায় তারা। 

কী কী খোয়া গিয়েছে : 
দম্পতির অভিযোগ, ওই ব্যাগে নগদ টাকা ও সোনার গয়না ছিল। যা সমবই খোয়া গিয়েছে বলে অভিযোগ। রাতেই হাওড়া জিআরপি-তে অভিযোগ দায়ের হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments