Saturday, April 20, 2024
Homeরাজ্যস্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি থাকা রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বেসরকারি হাসপাতালের...

স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি থাকা রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে

স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি থাকা রোগীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে৷ সোমবার রোগীর পরিবারকে সেই টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল স্বাস্থ্য কমিশন৷ স্বাস্থ্যসাথী কার্ডে টাকা নেওয়া হয়েছে বলে কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন অরুণ বর্মা৷ জানান, তাঁর বাবা রাজেন্দ্রকুমার বর্মার হৃদরোগের চিকিৎসা চলছিল আনন্দলোক হাসপাতালে৷ চিকিৎসা চলাকালীন মারা যান তিনি৷ স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা হওয়া সত্ত্বেও হাসপাতাল ২ লক্ষ ৭৩ হাজার টাকার বিল করে পরিবারের হাতে ধরিয়ে দেয়৷ যার মধ্যে দেড় লক্ষ টাকা স্বাস্থ্যসাথী থেকে অনুমোদন দেওয়া হয়েছিল৷ বাকি টাকা না দিলে দেহ দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছিল ওই বেসরকারি হাসপাতাল৷ শেষ পর্যন্ত ৭৫ হাজার টাকা দিয়ে মৃতদেহ নিয়ে যান বাড়ির লোকেরা৷

এরপর স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হন অরুণ বর্মা৷ এদিন শুনানি শেষে রাজ্য স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি অসীম বন্দোপাধ্যায় জানিয়ে দেন, স্বাস্থ্যসাথীতে চিকিৎসা হওয়া কোনও রোগীর কাছ থেকে টাকা নেওয়া যাবে না। এটা গর্হিত অপরাধ৷ হাসপাতালের বিরুদ্ধে কড়া ব্যবস্থা চায় কমিশন৷ তখন ওই আনন্দলোক হাসপাতালের প্রতিনিধি টাকা ফেরত দেওয়ার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়ে নেন৷ কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে টাকা ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেবে কমিশন৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments