Saturday, April 20, 2024
Homeদিনহাটাস্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সাইকেল রেলি, হার্চ BOPতে সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে সাইকেল রেলি, হার্চ BOPতে সাংস্কৃতিক অনুষ্ঠান

বৃহস্পতিবার ওই ক্যাম্পে আয়োজিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তার আগে সেখানে এসে পৌঁছায় সাইকেল রেলী।

স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে অমৃত মহোৎসব উৎযাপন,বিএসএফ এর সাইকেল রেলি এসে পৌঁছাল দিনহাটার সীমান্তবর্তী হার্চ ১২৯ নম্বর বিএসএফ বিওপি ক্যাম্পে।

উল্লেখ্য স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তিতে অমৃত মহোৎসব উপলক্ষে ত্রিপুরা থেকে বিএসএফ এর তরফে একটি সাইকেল রেলী শুরু হয়। জানা যায় ত্রিপুরা থেকে শুরু হয়ে আসাম মেঘালয় হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে সেই রেলি। ১৯ জন বিএসএফ সেটা নিতে অংশ নিয়েছে। আগামী ১২ ডিসেম্বর কলকাতার একটি বিএসএফ ক্যাম্পে গিয়ে সেই রেলি শেষে হবে। জানা যায় ৪২ দিন ধরে চলবে এই র‍্যালি যা আড়াই হাজার কিলোমিটার পথ পরিক্রমা করবে। বৃহস্পতিবার সেই সাইকেল রেলি দিনহাটার সীমান্তবর্তী হার্চ ১২৯ নম্বর বিএসএফ বিওপি ক্যাম্পে পৌঁছায়। সেই কারণে সাইকেল রেলিতে অংশ নেওয়া জওয়ানদের মনোরঞ্জন করতে সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট কমান্ড্যান্ট বিকাশ কুন্ডু, অফিসিয়েটিং কমান্ড্যান্ট রবিরঞ্জন সহ অন্যান্য বিএসএফ আধিকারিকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments