Friday, March 29, 2024
Homeদেশসোমবার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

সোমবার রাষ্ট্রপতি পদে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু

সোমবার রাষ্ট্রপতি পদে শপথানুষ্ঠানে আদিবাসী পরম্পরা বজায় রেখে সাঁওতালি শাড়ি পরতে পারেন দ্রৌপদী মুর্মু। একমুখ উচ্ছ্বাসের সঙ্গে একথা জানিয়েছেন দেশের ভাবী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভ্রাতৃবধূ সুকরি টুডু। শপথানুষ্ঠান দেখতে ইতিমধ্যেই তিনি রাজধানী পৌঁছে গিয়েছেন। সঙ্গে করে নিয়ে এসেছেন সাঁওতাল রমণীরা ঐতিহ্য ও পরম্পরাবাহী বিশেষ আনন্দানুষ্ঠানে যে ধরনের শাড়ি পরেন, ঠিক সেই রকম একটি শাড়ি। বিজেপির প্রবীণ এক নেতাও জানিয়েছেন, দেশের ১৫-তম রাষ্ট্রপতির শপথানুষ্ঠানে আদিবাসী সংস্কৃতি ও ঐতিহ্যের ছোঁয়া থাকতে পারে।
সোমবার রাইসিনা হিলের সেন্ট্রাল হলে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তার আগেই এই রাজকীয় অনুষ্ঠানের সাক্ষী হতে রাজধানীতে পা রেখেছেন ঘনিষ্ঠ আত্মীয়রা। তাঁদের মধ্যেই একজন হলেন সুকরি টুডু। যিনি খোদ ওডিশার ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুরের উপরবেড়া গ্রাম থেকে এসেছেন। তাঁর সঙ্গে এসেছেন দ্রৌপদী মুর্মুর ভাই তারিণীসেন টুডু। সুকরি বলেন, আমি দিদির জন্য সাঁওতালিদের আনন্দানুষ্ঠানে পরার বিশেষ ডিজাইনে তৈরি শাড়ি নিয়ে এসেছি। এটা সাঁওতালিদের পরম্পার প্রতীক। আমি দিদিকে অনুরোধ করব, তিনি যেন শপথ নেওয়ার সময় এই শাড়িটা পরেন। তবে সুকরি এও জানিয়ে দেন, আমি নিশ্চিত নই যে, এই শাড়িটাই দিদি পরতে পারবেন কিনা। কারণ, রাষ্ট্রপতির শপথানুষ্ঠানের পোশাক নির্বাচনের সিদ্ধান্ত রাষ্ট্রপতি ভবনেরই। তারাই ঠিক করবে, কী পোশাকে তিনি শপথ নেবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments