Thursday, April 25, 2024
HomeBreaking newsসিঙ্গেলসে টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার

সিঙ্গেলসে টেনিসকে বিদায় জানালেন রজার ফেডেরার

লেভার কাপ খেলেই টেনিসকে বিদায় জানাবেন সুইস কিংবদন্তি রজার ফেডেরার (Rodger Federer)। ক দিন আগেই এমন কথা ঘোষণা করেছিলেন ২০টি গ্র্যান্ডস্লাম জয়ী ফেডেরার।  টেনিস কোর্টে ৪১ বছরের ফেডেরারের খেলা শেষবারের মত দেখার অপেক্ষায় ক্রীড়াবিশ্ব। কিন্তু তার আগে ক্রীড়াপ্রেমীদের হতাশ করে ফেডেরার জানিয়ে দিলেন, লেভার কাপে তিনি সিঙ্গলসে খেলবেন না। তিনি শুধু ডবলসে রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে খেলার ইচ্ছাপ্রকাশ করলেন। তাঁর ফিটনেস এখন যে জায়গায়, তাতে সিঙ্গলস খেলার মত জায়গায় তিনি নেই বলে সুইস কিংবদন্তি জানিয়েছেন। রাফার সঙ্গে জুটি বেঁধে খেলাটা তাঁর কাছে স্বপ্নের মত বলেও ফেডেরার জানান।

ও-টু এরিনায় ২৩ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শুরু হবে লেভার কাপ। লেভার কাপে সিঙ্গলসে না খেলায়, রজার ফেডেরারের কেরিয়ারে শেষ ম্যাচ হয়ে থাকছে ২০২১ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের হুবের্ট হুরকাজের কাছে হারটা। সেই ম্যাচে ফেডেরার হেরেছিলেন  ৩-৬, ৬-৭(৪-৭), ০-৬-তে। সেই ম্যাচে চোট পান ফেডেরার। হাঁটুর অস্ত্রোপচারের পর আর ফেডেরারের বড় প্রতিযোগিতামূলক মঞ্চে ফেরা হল না।  ২০টি গ্র‌্যান্ড স্ল্যামের মালিক গত বছরই প্রথমবার উইম্বলডনের কোনও সেটে ০-৬এ হেরে ছিলেন। আর শূন্যতার সেই হারটাই উইম্বলডন তথা জীবনের শেষ সিঙ্গলস ম্যাচ হয়ে থাকছে দুনিয়ার অন্যতম সফল টেনিস মহাতারকা ফেডেরারের কেরিয়ারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments