Friday, March 29, 2024
Homeজলপাইগুড়িসারা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়িতে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দূর্গাপূজার শোভাযাত্রা

সারা রাজ্যের সাথে সাথে জলপাইগুড়িতে ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে দূর্গাপূজার শোভাযাত্রা

শহরে বিশাল শোভাযাত্রা।দূর্গা পুজোকে আন্তর্জাতিক মর্যাদা প্রদান,ইউনেস্কো কে ধন্যবাদ জানাতে শোভাযাত্রাকরল জলপাইগুড়ি জেলা প্রশাশন। বন্ধ থাকল শহরের বিশেষ রুটে যান চলাচল, সহ ফুটপাথে ব্যবসা।

রাজ্যের অন্যান্য শহরের মতোই বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে ইউনেস্কো দ্বারা দূর্গা পুজোকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করার বিষয়টিকে স্মরণীয় করে রাখতে, জলপাইগুড়ি শহরের ও আয়োজন করা হলো এক বর্ণাড্ড শোভাযাত্রা
এই শোভাযাত্রা শহরের রবীন্দ্র ভবন প্রাঙ্গন থেকে শুরু হয়ে, বেগুনটারি মোড় হয়ে কদমতলা হয়ে ডি বি সি রোড পরিক্রমা করে থানা মোড় হয়ে রবীন্দ্র ভবনে গিয়ে সমাপ্ত হয়েছে।, এই শোভাযাত্রায় অ়ংশ নেয় জেলার উচ্চ পদস্থ কর্মকর্তারা থেকে ডিএম,এসপিসহ বিভিন্ন জন প্রতিনিধিরা ছাত্র ছাত্রীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments