Friday, March 29, 2024
HomeBreaking newsসম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে

সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে পারেন মুকুল রায়, জল্পনা তুঙ্গে

আবার রাজনীতির অলিন্দে প্রাসঙ্গিক হয়ে উঠলেন বঙ্গ রাজনীতির ‘রায়বাবু’। মুকুল রায় (Mukul Roy)। তৃণমূল ছেড়ে বিজেপি, বিজেপি ছেড়ে আবারও তৃণমূল। এরপর সোমবার রাতের বিমানে আচমকাই দিল্লি পৌঁছে যান তিনি। ছেলে শুভ্রাংশু ওদিকে তার আগেই এয়ারপোর্ট থানায় অভিযোগ জানিয়ে আসেন, ‘বাবা নিখোঁজ’। মুহূর্তে তোলপাড় গোটা শহর, রাজ্য রাজনীতি। যদিও দিল্লি বিমানবন্দরে নেমে মুকুল রায় বার্তা দেন, কাজে এসেছেন। কী কাজ? রাতভর ‘নিন্দুকে’রা হিসাব কষেছে সেসব নিয়ে। সকাল হতেই আরেক খবর ভাসছে বঙ্গ রাজনীতির অলিন্দে। মুকুল রায় নাকি বিজেপিতে ফিরছেন। সেটা মঙ্গলবারই, বেলা ১২টার পর। যদিও এ খবরের সত্যতা এখনও অবধি কেউ জানাননি। তবে সূত্রের দাবি, যা হওয়ার এদিনই হতে পারে।

সোমবার রাতেই সংবাদসংস্থাকে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় বলেছিলেন,বাবা নিখোঁজ। এদিকে রাত বাড়তেই দেখা যায় মুকুল রায় দিল্লি বিমানবন্দরে। ধবধবে সাদা পাঞ্জাবি, পায়জামা, পায়ে কালো বুট। চুল, দাঁড়ি যত্নে ছাঁটা। দেখে মনে হচ্ছে রাজধানীতে যাওয়ার পরিকল্পনা ছিলই।

সোমবারই বিমানবন্দরে দাঁড়িয়ে মুকুল রায় বলেছিলেন, “দিল্লিতে আসতে পারব না?” শারীরিক চিকিৎসা নয় অন্য কাজে দিল্লি এসেছেন, তাও বলেন। জানিয়ে দেন, “যে ক’দিন দরকার হবে, সে ক’দিন দিল্লিতে থাকবেন।” সূত্র বলছে, মুকুল রায় আবারও বিজেপিতেই ফিরতে চলেছেন।

সূত্রের দাবি, বেলা ১২টার পর দিল্লির বিজেপি সদর দফতরে তাঁর যাওয়ার কথা বলেও শোনা যাচ্ছে। বিজেপির কোনও কোনও নেতা বলছেন, মুকুল রায় বিজেপি ছাড়লেনই বা কবে? বিজেপিতেই তো ছিলেন। অর্থাৎ গোটা বিষয়টি এখনও ধোঁয়াশার মধ্যে। তবে মুকুলের দিল্লি যাওয়া নিয়ে যে সম্ভাবনার কথা শোনা যাচ্ছে, তা সত্যি হলে নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে, সোমবারই শুভেন্দু অধিকারী একটি টুইটে মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে চাকরিতে সুপারিশের অভিযোগ তুলেছেন। এরইমধ্যে মুকুলের বিজেপি যোগের সম্ভাবনা নিয়ে জোরাল জল্পনা।

যদিও এদিন মুকুল রায়ের কথা উঠতেই দিলীপ ঘোষ বলেন, “উনি একজন বিধায়ক। গত ৬ মাসে ওনার কোনও খবর আছে? বাংলার রাজনীতিতে খুব বড় নেতা উনি। কেন কোনও খবর নেই। আমার মনে হয় এটা  লস্ট কেস। মুকুল রায়কে নিয়ে কেউ চিন্তা করে না আর।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments